বৃষ্টির ভ্রূকুটি দূর হতেই বঙ্গে নতুন করে শীতের ধোড়ো ব্যাটিং দেখা গিয়েছে। দিনের বেলা গরম থাকলেও রাতে ঠান্ডা পড়ছে জাঁকিয়ে। কলকাতা ও পার্শ্বরবর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিনে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত কমেছে কলকাতায়। তবে বসন্ত এসে গিয়েছে। তা অনুভূত হয় সকালের দিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পারদের পতন আগামী আরও কয়েকদিন চলতে থাকবে।সোমবার সপ্তাহের প্রথমদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। রবিবার কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন রাতের তাপমাত্রার নিম্নমুখী থাকবে। দিনে গরম এবং রাতে ঠান্ডার আমেজ থাকবে রাজ্যজুড়েই। ধীরে ধীরে বিদায় নেবে শীত।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও দু'দিন শুষ্ক আবহাওয়া থাকলেও ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি রাজ্যবাসীকে অস্বস্তিতে ফেলতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওইদিন থেকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও৷ তবে আগামী ১০ তারিখ উত্তর পশ্চিম ভারতে ফের ঝঞ্ঝা। এই আবহে বৃহস্পতিবার ও শুক্রবার ফের বঙ্গে মেঘ ঢোকার সম্ভাবনা রযেছে। ফলে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বাংলায়।