রাজনীতিতে যোগদানের পর প্রথম FIR দায়ের হল অবস🍷রপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার অভিজিৎবাবু ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন আদালতের নির্দেশে চাকরিহারা তৃণমূলপন্থী শিক্ষকরা। শনিবার বিজেপির মিছিল থেকে তাদের অনশন মঞ্চে হামলা চালানো হয়েছে বলে অভিযোগপত্রে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: ভিডিয়ো ফেক, সন্দেশখালির স্টিং অপারেশনে🅺র CBI তদন্ত দাবি করল BJP, রেখা পাত্র বললেন
পড়তে থাকুন: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যা🔴বেন CBI দফতরেও: শুভেন্দু
অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে FIR
শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিলকে উদ্দেশ করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। এতে পালটা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দ♔িতে ময়দানে নামে পুলিশ। তারই মধ্যে হাতাহাতি বেঁধে যায় ২ পক্ষের মধ্যে।
অভিযোগকারীদের দাবি, বিজেপি কর্মীরা শিক্ষকদের অনশন মঞ্চ লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। শুধু তাই নয়, চেয়ার ভাঙ্গ🏅া থেকে শুরু করে কিছুই বাদ রাখেনি তারা। এমনকী মহিলারা শিক্ষকদের জুতো প্রদর্শন করেন বলেও অভিযোগ। পাথরের আঘাতে একজন শিক্ষক ও এক শিক্ষিকা আহক হয়ে তমলুক হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিক্ষকদের দাবি, তাদে🌃র প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। তা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায়। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে 𝓡এফ আই আর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির 💛অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL
উত্তেজনা ছড়ানোর অভিযোগ TMCর বিরুদ্ধে
শনিবার তমলুক শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্♓যায়। সঙ্গে ছ🎐িলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। মিছিল হাসপাতাল মোড়ের কাছে পৌঁছতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হাসপাতাল মোড়ে আগে থেকেই অবস্থান করছিলেন তৃণমূলপন্থী চাকরিহারারা। তাদের মঞ্চ থেকেই প্রথম ‘শুভেন্দু চোর’ বলে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।