স্টেশনে পড়ে থাকা অসহায় এক বৃদ্ধা ছেলের নাম বলতে পারেননি। তবে নাতনি এবং তার স্কুলের নাম বলতে পেরেছিলেন। সেই সূত্র ধরে বৃদ্ধার বাড়ির ঠিকানা জানতে পেরেছিলেন এক পুলিশ কর্মী। অবশেষে ওই পুলিশকর্মীর তৎপরতায় ওই বৃদ্ধাকে বাড়ি ফেরাল প্রশাসন। ওই বৃদ্ধার নাম রীনা 𝄹পাল। তিনি দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা। তার ছ൲েলে তাকে ব্যান্ডেল স্টেশনে রেখে গিয়েছিল। অবশেষ পুলিশ কর্মী সুকুমার উপধ্যায়ের উদ্যোগে ওই বৃদ্ধাকে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন: বৃদ্ধা শাশুড়িকে বাড়িছাড়া🐽 করল মহিলা আইনজীবী, পুলিশের ভূমি🍌কায় অসন্তুষ্ট আদালত
জানা গিয়েছে, মাস দুয়েক আগে ওই বৃদ্ধাকে স্টেশনে ফেলে গিয়েছিল তার ছেলে। পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় চন্দননগরের পুলিশ কনস্টেবল। তিনি নবদ্বীপ থেকে ডেইলি প্যাসেঞ্জার করেন। কয়েকদিন আগে তিনি ব্যান্ডেল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ওই বৃদ্ধাকে❀ অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি ওই পুলিশ কর্মী ডিউটি শেষে বাইকে করে ব্যান্ডেল স্টেশনে গিয়ে বৃদ্ধার খোঁজ নেন। বেশ কয়েকদিন ওই বৃদ্ধাকে তিনি খাওয়ান এবং তার সঙ্গে গল্প করে তার ঠিকানা জানার চেষ্টা করেন পুলিশ কর্মী। তবে বৃদ্ধা তার ছেলের ঠিকানা জানাতে পারেননি। তবে বলেছিলেন তার এক নাতনি আছে। তার নাম মিষ্টু, সে বেনাচিতির একটি স্কুলের ক্লাস দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। তবে কোন স্কুলের পড়ুয়া তা জানাতে পারেননি বৃদ্ধা। এরপর সুকুমার এটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বেনাচিতীর ১২টি স্কুলে খোঁজ চালান. শেষ পর্যন্ত একটি স্কুলে বৃদ্ধার নাতনির খোঁজ পান। সেই সূত্রেই বৃদ্ধার ঠিকানা জানা যায়। এরপর বৃদ্ধার ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়।