সঙ্গে সঙ্গে রেশন সামগ্রী দিতে রাজি না হওয়ায় এক রেশন ডিলারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক গ্রাহক ও তাঁর ছেলের বিরুদ্ধে। ঘটনা উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের। গ্রাহকের মারে মৃত্যু হয়েছে গোয়ালপোখরের ভেন্ডাবাড়ি এলাকার রেশন ডিলার কমল দাসের (৫৪)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চন্দনা সিংহ ও তাঁর ছেলে করণ সিংহ।নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছট উপলক্ষে বুধবার সকাল থেকে দুয়ারে রেশন প্রকল্পের অধীনে দূরের গ্রাহকদের রেশন বিলি করছিলেন কমলবাবু। কাজ কর্ম সেরে দুপুরে বাড়ি ফেরেন তিনি। স্নান – খাওয়া সেরে ফের বেরনোর কথা ছিল তাঁর। তখনই বাড়িতে এসে পৌঁছন এলাকারই বাসিন্দা চন্দনা সিংহ ও তাঁর ছেলে। রেশন দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। কমলবাবু তাঁদের জানান, তিনি খুব ক্লান্ত। স্নান – খাওয়া না করে রেশন দিতে পারবেন না তিনি। এতেই খেপে ওঠেন চন্দনা। এর পর মা ও ছেলে মিলে কমলবাবুর ওপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় কমলবাবুকে। বুকে - পেটে লাগাতার লাথি মারতে থাকে তারা।তখন সামনেই গাড়ি থেকে চালের বস্তা খালাস করছিলেন শ্রমিকরা। তাঁরা এসে মা ও ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। লাগাতার লাথি - ঘুসিতে অচেতন হয়ে পড়েন কমলবাবু। এর পর এলাকা ছাড়ে অভিযুক্তরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কমলবাবুর।নিহতের স্ত্রী জানিয়েছেন, ‘ভর দুপুরে উনি তখন সবে বাড়ি ফিরেছেন। হঠাৎ চন্দনা সিংহ এসে রেশন দিতে হবে বলে দাবি জানায়। আমার স্বামী তাদের একটু অপেক্ষা করতে বলেন। এতেই মারধর শুরু করে দেয় তারা।’দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।