আগামী মাস থেকে শুরু হচ্ছে লোকসভা নি💛র্বাচন। ফলে স্বাভাবিকভাবে লোকসভাকে ঘিরে উভয় রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। ঠিক সেই মুহূর্তে র🐽ায়গঞ্জবাসীকে বড় উপহার দিল রেল মন্ত্রক। দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ থেকে সরাসরি দিল্লিগামী ট্রেনের দাবি করে আসছিলেন স্থানীয়রা। সেই কথা মাথায় রেখে অবশেষে শুক্রবার রাধিকাপুর থেকে দিল্লিগামী পূর্ণাঙ্গ ট্রেন চালু করল রেল মন্ত্রক। সেক্ষেত্রে ভোটের আগে বিজেপির লাভ হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ বন্ধ লাইফলাইন, উত্তর দিনাজপুরে এখনও গড়াল না ꧃লোকাল ট্রেনের চাকা
জানা গিয়েছে, আগামী রবিবার থেকে এই ট্রেনটি আনন্দবিহার থেকে রায়গঞ্জ ভায়া হয়ে কালিয়াগঞ্জ, রাধিকাপুর পর্যন্ত চলাচল করবে। এরফলে স্বাভাবিক💝ভাবে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। তবে শুধু নতুন ট্রেনই নয়, নতুন জাতীয় সড়কের বিজ্ঞপ্তিও খুব দ্রুতই জারি হতে পারে। এই জাতীয় সড়কটি রায়গঞ্জ থেকে বিহারের বারসোই পর্যন্ত নির্মাণ হবে। সেক্ষেত্রে কালিয়াগঞ্জ, রাধিকাপুরকে যুক্ত করবে এই নতুন সড়ক পথ। এর ফলে বিহারে যোগাযোগ ব্যবস্থা রায়গঞ্জ থেকে আরও সহজ হবে বলে মনে করছেন বাসিন্দারা।
বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিক বৈঠক ൩করে নতুন সড়ক পথ নির্মাণের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা জানিয়েছেন। জানা যাচ্ছে, 🌜এই সড়ক পথ একবার নির্মাণ হলে সেক্ষেত্রে বারসোই স্টেশন থেকেও সহজেই দূরপাল্লার অন্যান্য ট্রেন ধরতে পারবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। প্রসঙ্গত, রায়গঞ্জে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ফলে সে দিক থেকে তৃণমূলের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছিল পদ্ম শিবির। তবে নয়া ট্রেন চালু হওয়ার ফলে ভোটবাক্সে প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, রায়গঞ্জ থেকে সরাসরি দিল্লিগামী ট্রেন চালুর বিষয়ে গত ফেব্রুয🍰়ারি মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তারপরে তিনি জানিয়েছ𝔍িলেন, দ্রুতই রায়গঞ্জ থেকে দিল্লিগামী ট্রেন চালু করা হবে।
এই ট্রেন চালু না হওয়ার ফলে দিল্লির ট্রেন ধরতে রায়গঞ্জবাসীকে ছুটতে হচ্ছিল কাটিহার, কিষানগঞ্জ নয়তো মালদহে। এর আগে রায়গঞ্জের প্রান্তিক স্টেশন রাধিকাপুর🐎 থেকে কাটিহার হয়ে আনন্দবিহার পর্যন্ত একটি লিঙ্ক ট্রেন চালু হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির উদ্যোগে। তবে কোভিড পরিস্থিতিতে ২০২০ সালের মার্চ থেকে বন্ধ হয়ে যায় রাধিকাপুর-আনন্দবিহার লিঙ্ক এক্সপ্রেস। এবার এই ট্রেন চালু হওয়ার ফলে রেহাই মিলতে পারে বলে আশাবাদী রায়গঞ্জ💙ের মানুষ।