পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং বোর্ড গঠন নিয়ে ওনানা ঘটনা সামনে এসেছে। জেতা এবং হারা এখানে দুটোই দেখেছে তৃণমূল কংগ্রেস। তবে মাဣটি কামড়ে যেভাবে আরাবুল পড়ে ছিলেন তাতে তাঁর পুরষ্কার প্রাপ্যই ছিল। তাই তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের উপরই ভরসা রাখল দল। ভাঙড়–২ পঞ্চায়েত সমিতির সভাপতি করা হল আরাবুল ইসলামকে। সহ–সভাপতি হলেন সোনালী বাছাড়। আর তারপরই শুরু হয়ে গেল আরাবুল জমানা। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা আজ আরাবুল ইসলামের গলায় মালা পরিয়ে তাঁকে সম্মান জানালেন।
এদিকে একসময় ২০১৩ সালে ভাঙড়–২ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম। তারপর এখানে সংরক্ষণ হয়। তার জেরে ২০১৮ সালে আরাবুল সহ–সভাপতি হয়েছিলেন। আর সভাপতি হয়েছিলেন 📖বিশ্বজিৎ মণ্ডল। কিন্তু লাগাতার সংগঠন করে নিজের জায়গা তৈরি করেছেন আরাবুল। তাই পাঁচ বছর পর আবার ক্ষমতার অলিন্দে চলে এলেন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা সেই আরাবুল ইসলাম। তবে এখন অনেক নিজেকে তিনি পরিবর্তন করেছেন। আজ, শনিবার সওকত মোল্লার উপস্থিতিতে আবদুর রহিম তাঁর নাম প্রস্তাব করেন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে। ব্যস, সমর্থন মেলায় খেলা শেষ।
অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হতে গিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ২২ পঞ্চায়েত সমিতির সদস্যের ভোট পেয়েছেন আরাবুল ইসলাম। আর বিরোধীরা পেয়েছে ৩টি ভোট। আজ, শনিবার ভোট বয়কট করে আইএꦍসএফ। এখানের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আগেই জানিয়েছিলেন তাঁর দল এই ভোট বয়কট করবে। তাই ভোট বয়কট করে আইএসএফ। তবে আইএসএফের সঙ্গেই আরাবুলের মূল লড়াই। নৌশাদ সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক খুব খারাপ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল হওয়ায় তা গায়ে লেগেছে নৌশাদের।
আরও পড়ুন: প্রাক্তনীদের নিখরচার ‘গেস্ট হাউস’ যাদবপুর বিশ্ববিদ্🍌যাℱলয়ের হস্টেল, তদন্তে নয়া মোড়
ঠিক কী বলেꦍছেন আরাবুল? পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন–পর্ব থেকে ফলাফল পর্যন্ত নানা হিংসার ঘটনা ঘটেছে। তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী যেমন মারা গিয়েছে তেমন আইএসএফ কর্মীরাও মারা গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এখানে পরিদর্শন করার পর রাজভবনে পিস রুম খুলেছিলেন। এই সব পেরিয়ে আজ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েই আরাবুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘শহিদদের শ্রদ্ধা জানাচ্ছি। সওকত মোল্লার নেতৃত্বেই এই জয় পেয়েছি আমরা। আর ভাঙড়ের মানুষের প্রতিও আমি শুভেচ্ছা জানাচ꧟্ছি। দলের আদেশ মেনেই কাজ করব। ভাঙড়ের মানুষ যাতে পরিষেবা পান সেদিকে প্রতিনিয়ত খেয়াল রাখব।’