পুরুলিয়ার কাশীপুরে অবৈধ বালি পাচার রুখতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছিল বলে সোশ্যাল মাধ্যমে অভিয♔োগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই হামলার জন্য সরাসরি কাশীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া এবং তাঁর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তিনি প্রাক্তন বিধায়ক, তাঁর আত্মীয় ও অনুগামীরা মিলে এই হামলা চালায়। এবার শুভেন্দুর তোলা এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করলেন স্বপন কুমার। একই সঙ্গে তিনি এই ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: 'গোমাংস ভক্ষণ' মন্তব্যে ঋজুকে নোটিশ শুভেন্দুর, পালটা 🌌চ্যালেঞ্জ তৃণমূল নেতার
গতকাল সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর রাতে কাশীপুর থানা এলাকায় অবৈধ বালি বোঝায় ট্রাক্টর পুলিশ আটক করতে গিয়ে আক্রান্ত হয়েছিল। সেই সময় স্বপন কুমার বেলথরিয়া, তাঁর ভাই শঙ্কু বেলথরিয়া ও ভাগ্নে আস্তিক বেলথরিয়া সহ ২০ জন অনুগামী পুলিশের ওপর হামলা চালায়। তাতে এএসআই রাজীব তেওয়াড়ি সহ ২ কনস্টেবল আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে তিনি অভিযোগ তোলেন, ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন থানার ওসি অমিত মাসান্ত। শুভেন্দু লেখেন, ‘স্বপন কুমার বেলথারিয়া কাশীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। তিনি একজন পরিচিত তৃণমূল নেতা যিনি অবৈধ বালি পাচারের সঙ্গে জড়িত। ওসি তৃণমূলের গুন্ডা এবং মমতা পুলিশের অংশের স্বার্থে বিষয়টি ধামাচাপা দিতে 💦ব্যস্ত।’ এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা।
স্বপন বেলথরিয়া অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেছেন, সেরকম কোনও ঘটনায় ঘটেনি। তিনি বলেন, ‘এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। তাছাড়া কালীপুজোর দিন কেউ কি বালি পাচার করবে বা কেউ কি ট্রাক চালাবে? বিরোধী দলনেতা🌟 সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন। বিরোধী দলনেতা হিসেবে আগে তাঁর খোঁজখবর নেওয়া উচিত ছিল। কেউ তাকে ভুল খবর পাঠিয়েছে। তিনি হয় প্রমাণ করুক না হলে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করব।’ স্বপন বাবু জানান, শুক্রবার থানার একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে থানার ওসি সহ এএসআই রাজীব তেওয়ারিও উপস্থিত ছিলেন।
তৃণমূল জেলা সভাপতি সৌমেন ꩵবেলথরিয়াও শুভেন্দুর এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এখন বিজেপি ভালো করে জানে যে তারা পায়ের তলায় মাঠে হারিয়েছে। তাই বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু, এভাবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। মানুষ সব বোঝে। আগামী ভোটে তার জবাব পাবে বিজেপি।’