আবার বিস্ফোরক মন্তব্য করলে▨ন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি নানারকম বিতর্কিত মন্তব্য করে থাকেন। এমনকী নিজের বাবা তথা রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহর সময়েও দুর্নীতি হয়েছে বলে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। এবার রবিবার আবার এমন এক মন্তব্য করে বসেছেন উদয়ন গুহ যা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এবারের পঞ্চায়েত নির্বাচনে অনেকেই এই জেলা থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে পারেন বলে জানতে পেরেছেন উদয়ন। তাই আগাম তাঁদের উদ্দেশে হুমকি দিয়ে রাখলেন।
এদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েই হুমকি দিয়েছেন তিনি। দিনহাটার বিধায়কের সাফ কথা, দল সকলকে প্রার্থী করতে পারবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে যদি কেউ নির্দল হয়ে দাঁড়ান, তাহলে গত পাঁ🤪চ বছরে যা খেয়েছেন তার হিসাব দলকে বুঝিয়ে দিতে হবে। তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট, গত পাঁচ বಌছরে টাকা খাওয়া হয়েছে। আর তাই উদয়নের এই মন্তব্য তৈরি করেছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের ঘুষ খাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। তাই প্রশ্ন উঠছে, ‘খেয়ে’ যাঁরা তৃণমূলে থাকবেন, তাঁদের কি সাত খুন মাফ? আর নির্দল হলেই কোপে পড়তে হবে?
অন্যদিকে কোচবিহারের ভারত–বাংলাদেশ আন্ত꧂র্জাতিক সীমান্ত ঘেঁষা দিনহ🎶াটা ২ ব্লকের বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের নানা এলাকায় কর্মিসভা করেন উদয়ন গুহ। কালমাটি হীরারভিটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রকাশ্য সভাতে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ করে দেওয়া প্রার🔯্থীদের যার পছন্দ হবে না, তাদের জন্য দরজা খোলা আছে। সে নির্দল হবে, বিজেপি হবে নাকি সিপিএম হবে, সেটা সে ঠিক করে নেবে।’