গত কয়েকদিন ধরে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। এবার ভাঙড়ের কর্মীসভা থেকে প্রকাশ্যে নাম না করে আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। একইসঙ্গে তিনি আ♈রাবুল ইসলামকে নাম না করে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছেন। রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে যাদবপুরের তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি আরাবুলকে দু পয🦄়সার নেতা বলেও কটাক্ষ করেন।
আরও পড়ুন: মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে🌌 পালটা ‘হেন🎃স্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর
রবিবার পাঁচ বিধায়ক এক সাংসদ নিয়ে কর্মীসভা করেন শওকত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা বিরোধীদের এভাবেই আক্রমণ করেন সায়নী। তিনি বলেন, ‘বিজেপি, আইএসএফ পরে হবে আগে নির্বাচনের সময় যারা দলের পিঠে ছুরি মেরেছে তাদের চিহ্নিত করুন। তৃণমূলের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা এখানে নিজেকে শওকত মোল্লার থেকে নিজেকে বড় নেতা বলে মনে করেন তাদের শনাক্ত করুন।’ এরপরে তিনি বলেন, ‘গদ্দার হঠাও ভাঙড় বাঁচাও। সিপিএম, আইএসএফ, বিজেপি এগুলি পরে হবে। আগে নিজের দলের মধ্যে যে গদ্দাররা আꦚছে তাদের চিহ্নিত করতে হবে। ’
বক্তৃতার শেষে সংবাদ মাধ্যমকে সায়নী জানান, বিজেপি, সিপিএমের সঙ্গে যেমন লড়াই করতে হবে তেমনি তৃণমূলের মধ্যে যদি এমন কেউ থাকে যারা দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা তৃণমূলের চ্যালেঞ্জ। একসঙ্গে তিনি বলেন, ‘শওকত মোল্লা গত তিন🀅 বছর ধরে ভাঙড়ে দাঁড়িয়ে থেকে নির্বাচন করে একটি পরিবারে পরিণত করেছেন। যদি কারও শওকত মোল্লাকে বড় নেতা বলে মেনে নিতে অসুবিধা হয় তাহলে সেটা তার ব্যক্তিগত সমস্যা।’