ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে তাঁর দলের সমীকরণ নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা চলছে। লোকসভা ভোটে তিনি আর লড়াই করবেন না বলে ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে প্রকাশ্যে এসেছে এক অডিয়ো ক্লিপ। যাতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, দেবকে ৩০ শতাংশ না দিলে সাংসদ কোটার টাকায় কোনও প্রকল্প তিনি অনুমোদন করেন না। ব্যাপারটা নিয়ে ‘দিদি’র কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।🤪 এই অভিযোগ নিয়ে বুধবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেব। এবার সেই অডিয়ো ক্লিপ নিয়ে মুখ খুললেন দেবের ভাই বিক্রম অধিকারী।
সংবাদমাধ্যমকে বিক্রম বাবু বলেন, ‘দাদা কোনও দিন কাটমানি নেননি। পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করেননি। বরং নিজের টাকায় গরিব মানুষকে সাহায্য করেছেন। ঘাটালের মানুষ সেটা জানেন। দাদা নাম ভাঙিয়ে তৃণমূল নেতারাই কাটমানি তুলছে। এভাবে সাংসদ থাকার থেকে না থাকা ভালো। আমার দাদা বরং অভিনেতাই থাকুন।’ তিনি🌳 বলেন, ‘দাদা কাটমানি নিলে আমাকে কাটমানি দিতে হয়েছিল কেন?’
বুধবার এই অডিয়ো ক্লিপ নিয়ে প্রশ্নের মুখে দেব বলেন, ‘যে অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে তা মোতাবের তাঁর সঙ্গে দিদির কথা 𒁏হয়। এর জবাব দিদিই দেবেন। আমার বিষয়টি নিয়ে কিছু বলার নেই। ’
বলে রাখি, গত কয়েকদিন দেবের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তার মধ্যে বুধবার ইন্সটাগ্রামে লোকসভায় নিজের আসনের ছবি পোস্ট ♕করে দেব লেখেন, ‘আর কিছুক্ষণ’। বৃহস্পতিবার লোকসভায় বলতে উঠে তিনি বলেন, ‘আমি সাংসদ থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান যেন লাগু হয়। ১০ বছর আমাকে সুযোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’