ꩵরাজ্যে ৬ আসনে উপ নির্বাচনের আগের রাতে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ বুথের কৃষ্ণমাটি এলাকার। অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে তৃণমূলের পার্টি 🔯অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফের সমর্থকরা।
আরও পড়ুন - কালো কাঁচ ঢাকা গাড়িতে আদালতে সঞ্জয়, রাস্তায় গ্রিন করিডর, মুখ খুলতেই নয়া🅷 ব্য﷽বস্থা?
পড়তে থাকুন - সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে,বাংলাদেশে হিন্দু নিপীড়ন প্রত🌱িবাদ সভায় বললেন শুভেন্দু
পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সওকাত মোল্লাসহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে।🍌 পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী। পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক, দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফের কোন যোগ নেয়। আইএসএফ হিংসার রাজনীতি করে না।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে উঠে তাঁরা দেখেন টিনের তৈরি ওই পার্টি অফিসের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে দ𓂃লের নেতাকর্মীদের খবর দেন তাঁরা। দরজা খুলে দেখা যা🍰য় ভিতরে থাকা সামগ্রী পুড়ে গিয়েছে। যদিও ঘরটির তেমন কোনও ক্ষতি হয়নি।
তৃণমূলের দাবি, ISF সমর্থকরা এলাকায় আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে। 🧔এলাকায় জনসমর্থন হারౠিয়ে হিংসার রাজনীতিতে নেমেছে তারা।
আরও পড়ুন - আধারে বিশ্বাস নেই মমতার,সেই আধারে ভরসা🐈 করেই ট্যাব প্রতারণা রোখার চেষ্টা নবান্নের
অভিযোগ অস্বীকার করে ISFএর তরফে জানানো হয়েছে, ISF এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। সম্ভবত শর্ট সার্কিট বা অন্য দুর্ঘটনা থেকে আগুন লেগেছে। ISF আগুন ধরালে তো বাইরে෴ থেকে ধরাত। তাহলে তো আগে ঘরটা পুড়ত। কিন্তু ঘরের তেমন ক্ষতি হয়নি। পুড়েছে শ📖ুধু ভিতরে থাকা ফ্লেক্স – ব্যানার।