টিকিয়াপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় উস্কানি দেওꦜয়ার অভিযোগে🌱 দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ফলে টিকিয়াপাড়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২।
আরও পড়ুন : Lockdown 2.0: সোমবার থেকে রাজ্যের এই জেলাগুলিতে শর্তসাপেক্ষে খুলবে ꩵদ🌺োকান, চলবে বাস
বৃহস্পতিবার সকালে একটি টুইটবার্তায় হাওড়া পুলিশের কমিশনার কুণাল আগরওয়ಞাল বলেন, 'আমাদের করোনা যোদ্ধাদের উপর হামলার ঘটনায় জড়িত দুই মূল প্ররোচককে আজ ভোরের দিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে ফরোয়🐷ার্ড করা হচ্ছে।'
গত মঙ্গলবার বিকেলে লকডাউনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়ার সংক্রামক এলাকা হিসেবে চিহ্নিত বেলিলিয়াস রোডে অনেকে জমা হয়। মাস্ক না পরে বেরোনো লোকজনদের পুলিশ সরাতে গেলে বচসা বাধে। তারপরই বাঁশ, ইট, কাঁচের বোতল নিয়ে পুলিশ ও র্যাফের উপর হামলা চালানো হয়। আহত হন দুই পুলিশকর্মী। তা নিয়ে রাজꦗ্যে সমালোচনার ঝড় ওঠে। দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দ✨েয় পুলিশ। সেই টুইটটি রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বুধবার নবান্নে তিনি বলেন, 'পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।'
আরও পড়ুন : কালবৈশাখীর তাণ্ডব ও ভারী বꦅৃষ্টির কারণে বাংলায় 𝓡বাড়বে না তাপমাত্রা
তার𒐪 কিছুক্ষণ আগেই অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এলাকায় ড্রোন দিয়ে চলে নজরদারি।