ফের বেকার যুবককে বেসরকারি চাকরির নিয়োগপত্র দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। অভিযোগ, নিয়োগপত্রে নেই সংস্থার কোন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে তার নাম বা ফোন নম্বর। এমনকী যেদিন দুপুরে নিয়োগপত্র হাতে দেওয়া হয়েছে সেদি🎃ন🧜ই গুজরাতের সানন্দে কাজে যোগদান করতে বলা হয়েছে তাঁকে।
গত ১৫ সেপ্টেম্বর খড়গপুরে ওই নিয়োগপত্র হাতে পান পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা কুশল দে। গুজরাতের সানন্দে টাটা মোটরসের কারখানায় শিক্ষাণবিশের নিয়োগপত্র দেওয়া হয় তাঁকে। মাসিক বেতন ১২,৫০০ টাকা। সঙ্গে মাসে ৪ দিন সপ্তাহিক ছুটি ও ১ দিন ক্যাজুয়াল লিভ। ২ বা ৩ বছরের জন্য প্রশিক্ষণরত কর্মী হিসাবে যোগদান করার সুযোগ দেওয়া ꦰহয়েছে তাঁকে।
১৫ সেপ্টেম্বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর সকালে ওই নিয়োগপত্র হাতে পেয়ে তাৎক্ষণিকভাবে আনন্দের বাঁধ ভাঙে কুশলের। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোলমাল টের পান তিনি? কী করে ✤ওই দিনই সানন্দে গিয়ে চাকরিতে যোগদান করবেন তা বুঝে উঠতে পারেননি যুবক। যোগাযোগ করেন বাবার সঙ্গে। কিন্তু তিনিও উপায় বলতে পারেননি।
পার্থ - অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
এখানেই ব🎃িভ্রান্তি শেষ হয়নি। তিনি যে ওই দিন যোগদান করতে পারবেন না তা কাকে জানাবেন খুঁজতে গিয়ে নিয়োগপত্রে দেখেন সেই জায়গায় না রয়েছে কোনও নাম না কোনও ফোন নম্বর। এর পর কার্যত ভেঙে পড়েন যুবক। হাতে পাওয়া চাকরি যেতে বসায় প্রশাসনের দ্বার🍸স্থ হন তিনি। তাঁর আবেদন, তাঁকে সঠিকভাবে নিয়োগপত্র দেওয়া হোক।