পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তল্লাশির মধ্যেই মদন মিত্রকে নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির অন্যতম কুশীলব অয়ন শীল জেরায় মদন মিত্রকে নিয়ে বিস্ফোরক তথ্য পেয়েছেন তাঁরা। সেই তথ্যের ভিত্তিতেই চলছে তল্লাশি। চেতলার বাড়ির পাশাপাশি মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন গোয়েন্দারা।পুরসভা নিয়োগ দুর্নীতিতে প্রথম জড়িয়েছিল কামারহাটি পুরসভার নাম। যে কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের সঙ্গে অয়ন শীলের ঘনিষ্ঠতা নিয়েও নানা প্রশ্ন ওঠে। সিবিআইয়ের দাবি, জেরায় অয়ন শীল জানিয়েছেন পুরসভা নিয়োগ দুর্নীতিতে তাঁকে সহযোগিতা করেছেন মদন মিত্র। কারচুপি করে কর্মী নিয়োগে মদনের প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছেন তিনি। কিন্তু কীভাবে মদন মিত্র তাঁকে সহযোগিতা করেছেন তা এখনও প্রকাশ্যে আসেনি।অয়ন শীলের দাবি নিয়ে যদিও একাধিক প্রশ্ন উঠছে। মদন মিত্রের অনুগামীদের প্রশ্ন, মদন মিত্র কোনও কালে পুরমন্ত্রী ছিলেন না। মন্ত্রিত্বও সামলেছেন মেরে কেটে সাড়ে তিন বছর। তার পর সারদাকাণ্ডে গ্রেফতার হন তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর মন্ত্রিসভায় আর ঠাঁই হয়নি তাঁর। এর মধ্যে কামারহাটি পুরসভার প্রশাসক পদে বসার চেষ্টা করেছিলেন মদন। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এর মধ্যে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়কও ছিলেন না তিনি। তাহলে কোন ক্ষমতায় অয়ন শীলকে সাহায্য করলেন মদন?এসবের মধ্যেই মদন মিত্রের ২টি ঠিকানাতেই রবিবার জোর তল্লাশি শুরু করেছে সিবিআই। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাহারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাক্তন মন্ত্রীকেও।