মহিলা বনাধিকারিকের সঙ্গে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি যে ভাষায় কথা বলেছেন তা শ্লীলতাহানির সামিল। রবিবার এবিষয়ে মুখ খুলে এমনই দাবি করলেন কেন্দ্রী শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিജজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন - বালুর 💛২০ কো🐻টি টাকা রয়েছে মুকুলের কাছে, হিসাব করে বার করল ED
পড়তে থাকুন - ভুয়ো রেশন কার্ড বানি🏅য়ে তছরূপ, TMCর ব্লক সভাপতির বাবাকে ২ কোট🦂ি টাকা ফাইন রাজ্যের
রব💞িবার দুপুরে তৃণমূলের তরফে অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত শুনে সুকান্তবাবু বলেন, ‘উনি একজন মহিলা সরকারি অফিসারকে মারধর করবে বলেছেন। এভাবে একজন মহিলার সঙ্গে কথা বলা যায় না কি? এটা তো শ্লীলতাহানির সামিল। আমি ওই আধিকারিককে বলব, আপনি ভয় পাবেন না। মন্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করুন। বিজেপি নৈত🐻িকভাবে আপনার পাশে আছে। দরকারে আমরা আপনাকে আইনি সহযোগিতা করব।’
তৃণমূলের সিদ্ধান্তকে কটাক্ষ করে রবিবার দুপুরে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আমি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি যে অখিলবাবুকে পদত্যাগ করতে বলে ফোন করেছেন সুব্রত বক্সি। সুব্রত বক্সি সরকারের কে? তিনি কী ভাবে মন্ত্রীকে পদত্যাগ 𒊎করতে বলতে পারেন। পদত্যাগের নির্দেশ দিতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। তিনি এখনও চুপ কেন?’
শমীকবাবু আরও বলেন, ‘সুব্রত বক্স✨ি কি আদালত?🐲 না হলে, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তের সাজা কী হবে সেটা উনি ঠিক করলেন কী করে? ক্ষমা চাইলেই সাত খুন মাফ। কাল সুব্রত বক্সির ওপর কেউ হামলা চালিয়ে যদি ক্ষমা চায় তার ক্ষেত্রেও তৃণমূল একই কথা বলবে তো?’
আরও পড়ুন - সরকারি জমিতে জবরদখল তুলতে গিয়ে মমতার মন্ত্রীর খুনের হু𒈔মকির মুখে মহিল𝐆া বন আধিকারিক
শনিবার তাজপুর সমুদ্র সৈকতে বন দফতরের জমিতে জবর দখল সরাতে গিয়ে অখিল গ💝িরির রোষে পড়েন স্থানীয় রেঞ্জার মনীষা সাউ। তাঁকে প্রাণনাশের হুমকি দেন মন্ত্রী।