✱ মঙ্গলবার শেষ হল সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন। ডানকুনি ফুটবল ময়দানে সিপিএমের প্রকাশ্যে সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা কর্মীদের নিয়ে এসে সভা ভরানোর সবরকম চেষ্টা করেছিল সিপিএম। ২২ ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি এই ডানকুনিতেই সিপিএমের রাজ্য সম্মেলন হয়েছে। মঙ্গলবার ছিল তার শেষ দিন। ফের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম।
প্রকাশ্য সভায় লড়ে যাওয়ার ডাক দিলেন সেলিম﷽। সেই সঙ্গেই তুলে আনলেন সেই প্রসঙ্গ, কেন এবার সিপিএমের রাজ্য সম্মেলনে ছিল রামকৃষ্ণদেবের ছবি?
ꦡ সেলিম জানিয়েছেন, হুগলি জেলার ঐতিহ্য হিসাবে রাজা রামমোহনের ছবিও ছিল। রামকৃষ্ণদেবের ছবিও ছিল। যত মত তত পথ, গণতন্ত্রের এর থেকে ভালো ব্যাখা আর হতে পারে না।
♚ মহম্মদ সেলিমের এই কথা শুনে কার্যত ভিড়মি খেতে পারেন অনেকেই। তবে রাজ্য সম্মেলনের প্রকাশ্য সভা থেকে মিডিয়ার একাংশকে একহাত নেন তিনি। সম্মেলনে চিংড়ি মাছের মেনু নিয়ে খবর করার জন্য় তিনি তীব্র কটাক্ষ করেন মিডিয়ার একাংশকে।
꧅ সেই সঙ্গেই মহম্মদ সেলিম আগামী দিনে কী করতে হবে তার পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি মানুষের কাছে যাব…আমরা একা পারব না। শুধু মানুষকে আমাদের সঙ্গে আসতে হবে। আমরা দুপা এগোলে মানুষ তিন পা এগিয়েছে। কাল ২৬ এ ফেব্রুয়ারি। ২৬য়ে থেকেই ২৬এর জন্য় লড়াই শুরু করব। …আমাদের ম্যান মার্কিং করে এগোতে হবে। আপনারা আমাদের রসদ দেবেন। এই লড়াই জিততেই হবে। বাংলাকে হারতে দেব না। বাংলাকে উত্তর প্রদেশ বিহার হতে দেব না।
সেই সঙ্গে এপ্রিলের ব্রিগেডে♛র কথা মনে করিয়ে দেন সেলিম। তিনি বলেন, ২০শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ। গতবার বলেছিলাম ঘুমোতে দেব না।তার তিন মাসের মধ্য়েই মমতা বলেছিলেন, রাতে ঘুম আসে না।…এবারের ব্রিগেডেও যৌবনের ঢল নামবে।
🎶 সেলিম বলেন, যারা ভেবেছিলেন লাল মুছে দেব, এটা কোনও নীল সাদা রঙ নয় যে বৃষ্টি হল আর লাল মুছে যাবে। সিপিএম চিটফান্ডের টাকায় কেনা লাল কাপড়ের টুকরো নয়।
🍒 আগামী দিনের তীব্র লড়াই সংগ্রামের মাধ্যমে পার্টিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেকথা স্মরণ করিয়ে দেন মহম্মদ সেলিম। কিন্তু রাজ্য সম্মেলন শেষে একটা প্রশ্ন থেকেই গেল, আদৌ কি এই শক্তি নিয়ে ২০২৬এর ভোটের আগে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? তবে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায় অবশ্য় জানিয়েছেন মাঠ বড় হচ্ছে আমাদের। এবার চোখে চোখ রেখে লড়াই।