মুর্শিদাবাদের পর এবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল নদিয়ায়। একটি চাষের জমিতে বোমা বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে গেল যুবকের দেহ। তারফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম সামিরুল সেখ (২১)। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়াপা▨ড়া টেঙ্গরি ডাঙ্গা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অনেকেরই দাবি, বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পরিবার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্ত🅘প্ত কসবা, বোমাবাজির সঙ্গে চলল গুলি, জখম মহিলা
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবক একজন পরিযায়ী শ্রমিক। তিনি মুম্বইয়ে একটি সোনার দোকানে কাজ করেন। ইদে বাড়ি এসেছিলেন তিনি। তবে বেতন নিয়ে সমস্যার জেরে বাড়িতেই ছিলেন। আজ তাঁর মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই মহিবুল নামে এক যুবক তাঁকে বারংবার ফোন করছিল। তবে ফোন ধরেননি সামিরুল। এরপর সকাল ৮টা নাগাদ অন্য এক যুবক এসে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তখন মাছ ধরার নাম করে বাড়ি🧸 থেকে বেরিয়েছিলেন সামিরুল। তার কিছু সময় বাদেই বোমা ফাটার আওয়াজ পান স্ꦡথানীয়রা।
এরপরেই বাড়িতে খবর আসে বোমা ফেটে আহত হয়েছেন সামিরুল। তখন পরিবারের লোকজন ঘটনাস্থলে ♈গিয়ে সামিরুলকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনার কথা জানতে পেরে সেখানে পৌঁছয় শান্তিপুর শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। যদিও সামিরুল কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেই দাবি করেছে পরিবার।
মৃতের ব𒈔ৌদি সাহিবা খাতুন বিবি জানান, ঘটনার সময় 𝓰তিনজন ছিল। তবে বিস্ফোরণের পর আর তাদের দেখা যায়নি। এই ঘটনায় আর কেউ আহত হয়েছে কি না? কোথা থেকে বোমা এল? তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে, মুর্শিদাবাদে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছে দুই ভাইবোন। নসিপুর দিয়ারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরিত্যক্ত ঘরের কাছে খেলছিল বোন রিয়া মণ্ডল ও ভাই অর্ক মণ্ডল। সেই ঘটে বিস্ফোরণ। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।