স্বাস্থ্যভবনের সামনে থেকে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে সরে এসেছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা। তবে তারপর আন্দোলন যে একেবারে থেমে গিয়েছে এমনটা নয়। এবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করতে চান আন্দোলনকারীরা। সেই মতো শুক্রবার একটি গণকনভেনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হবে এই গণ কনভেনশন। এদিকে এই গণকনভেনশনের স্থান নিয়ে এতদিন নানা টানাপোড়েন ছিল। কোথায় এই গণকনভেনশ হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই নানা চর্চা ছিল। তবে এবার꧋ স্থির করা হয়েছে হাসপাতালের আউটডোরেই এই গণকনভেনশনের আয়োজন করা হবে। মূলত আগামী দিনে আন্দোলনে ধারা কোন খাতে বইবে সেটা নিয়েই সিদ্✤ধান্ত নিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। কারণ এখনও পর্যন্ত আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় পুরোপুরি বিচার মিলে গিয়েছে এমনটা নয়। জাস্টিস পুরো মেলেনি। আন্দোলনের ময়দান ছাড়তে রাজি নন জুনিয়র ডাক্তাররা।
এদিকে শুক্রবার যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে তার একটা উল্লেখযোগ্য দিক হল থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তোলা। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা বার বার দাবি করছেন রাজ্যের একাধিক হাসপাতালে রয়েছে এই হুমকি সংস্কৃতি। ক্ষমতার প্রভাব খাটিয়ে দাবিয়ে রাখার উদ্যোগ। এবার তার বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়ানো হবে তা নিয়েও কনভেনশনে হবে আলোচনা। ⛎;
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে এই কনভেনশন। বিকাল ৪টে থেকে এই কর্মসূচি শুরু হবে। এদিকে জুনিয়র ডাক্তাররা মূলত পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন। এরপর এনিয়ে দীর্ঘ টানাপোড়েন। শিরদাঁড়া কীভাবে সোজা করে রাখতে হয় তা দেখিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তাররাও দিনের পর দিন তাঁদের পাশে রয়েছেন। অনেকদিন কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে তাঁরা সেই কর্মবিরতিও তুলে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হল সরকারের তরফে যে স✤মস্ত আশ্বাস দেওয়া হয়েছি🅘ল তার সবগুলি কি পালন করেছে সরকার?