ভোট মিটতেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এবার কলকাতা পুলিশে বড়সর রদবদল করা হল। সব মিলিয়ে কলকাতা পুলিশের ২০ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে বিভিন্ন থানায়। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি🌺। এর আগে গত জানুয়ারিতে কলকাতার ৫৫ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছিল। আর এবার অদল বদল করা হল ২০ জন অফিসারকে।
আরও পড়ুন: রাজ্য পুলিশের ডিজি পদে ফিরছেন রাজীব কুমা✤র, এত দ🐭েরি হল কেন?
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত থানার অফিসারদের বদলি করা হয়েছে তার মধ্যে রয়েছে যাদবপুর থানা, আনন্দপুর থানা, পাটুলি থানা, চারু মার্কেট থানা, কালীঘাট, ভবানীপুর, রবীন্দ্র সরোবর, পার্কস্ট্রিট, পোস্তা, গিরিশ পার্ক এবং জোড়াসাঁকো থানা । যদিও কী কারণে রদবদল তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি নবান্নে বৈঠকে ফুটপাত দখল, জমি দখল, পুকুর ভরাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে যেমন পুরসভাগুলির ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ উপড়ে দিয়েছিলেন, তেমনিই পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরেই এমন রদবদল। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এটা হল রুটিন রদবদল। তবে পুজোর আগে কলকাতা পুলিশে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে🎉 করা হচ্ছে।
যাদের বদলি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের নাম হল-পার্থপ্রতিম চক্রবর্তী, শঙ্কর দাস, জয়ন্ত মুখোপাধ্যায়, অঞ্জন সেন, বাপ্পাদিত্য নস্কর, হীরক দলপতি, অরুণাভ নস্কর, জয়ঙ্কবিকাশ মিদ্যা, অরিন্দম পাণ্ডা, অমিতাভ চক্রবর্তী, সুমনকুমার দে, বাবাই ভট্টাচার্য, সঞ্জয় মিশ্র, মুকেশ সিং, মৃণালকান্তি মুখোপাধ্যায়, সৌরভ দত্ত, নিরুপম দত্ত, কুন্তল বিশ্বাস, মহম্মদ আসদুল্লাহ খান ও বন্ধুচরণ পাল। এই সমস্ত ইন্সপেক্টরদের বিভিন൩্ন থানায় বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বা🔥চন কমিশন। সেক্ষেত্রে নির্বাচনের কাজে তিনি যোগ দিতে পারবেন না বলেও নির্বাচন কমিশনের তরফে সেই সময় নির্দেশ দেওয়া হয়েছিল। লোকসভা ভোট ও বিধানসভা উপ নির্বাচন মিটতেই তাঁকে পুরনো পদে সোমবার ফিরিয়ে আনা হয়েছে। আর তারপরেই কলকাতা পুলিশের বড়সর রদবদলের বিজ্ঞপ্তি জারি হল।