ফের রাজ্য পুলিশের ডিজিপি পদে বসলেন রাজীব কুমার। লোকসভা ভোট পর্বের মধ্য়ে নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দিয়েছিল। ফের তাঁকে স্বপদে ফেরত আনল রাজ্য সরকার। এনিয়ে রাজ্য সরকা♊রের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
সেই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে আইপিএস রাজীব কুমার বর্তমানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনফরমেশন টেকনোলজি ও ইলেকট্রনিক্স বিভাগে ছিলেন তিনি। সেই রাজীব কুমার এবার রাজ্য় পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ পদে বহাল হবেন। রাজ্যপালের নির্দেশ মোতাবেক এটা কার্যকর🐷ী হচ্ছে বলে জানানো হয়েছে নোটিফিকেশনে।
এবার প্রশ্ন কেন রাজীব কুমারকে স্বপদে ফেরাতে এতটা দেরি করল সরকার?
সূত্রের খবর, রাজ্য জুড়ে অন্তত চারটি আসনে উপনির্বাচন হয়েছিল। সেকারণে সেখানে নির্বাচনী আচরণ বিধি লাগু করা ছিল। সেই নিরিখে এই রদবদল করা যাচ্ছিল না। আর উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই আর দেরি করেনি রাজ্য সরকার। দ্রুত ওই পদে ফিরিয়ে আনা হল রাজীব কুমারকে।এদিকে ওয়াকিবহাল মহলের মতে, বরাবরই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গুডবুকে রয়েছেন আইপিএস রাজীব কুমার। রাজীব কুমারকে ঘিরে অতীতে নানা বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার তাঁর পাশ থেকে সরেনি কখনও। সেই রাজীব কুমারকে নিয়ে নানা সময় নানা অভিযোগ তুলেছেন বিরোধীরা। তবে এবার সেই রাজীব কুমারকেই ফিরিয়ে আনা হল ডিজিপি পদে।