রাজ্যে জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছিল আগেই। এবার জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে মাস্টার ডিগ্রি এমনকী PhD করার অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাস্ট সার্টিফিকেট অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়সূত্রে খবর।তৃণমূল জমানায় রাজ্যে ভুরি ভুরি জাল কাস্ট সার্টিফিকেট বিলি হয়েছে বলে অভিযোগ। সেই সার্টিফিকেটের ভিত্তিতে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগও পেয়ে গিয়েছেন অনেকে। মূলত অভিযোগ ওবিসি সার্টিফিকেট নিয়ে। তবে SC - ST সার্টিফিকেটেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এবার জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ৪৫ জনের কাস্ট সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সার্টিফিকেটগুলি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।