রাজ্যের প্রথম সারির গুরুত্বপূর্ণ হাসপাতাল হল এনআরএস। এবার সেই হাসপাতালে গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ ওষুধ সরবরাহকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করা হচ্ছে। আর এই অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে। সেক্ষেত্রে অভিযোগ উঠেছে, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, স্ত্রীরোগ বিভাগের ওষুধ কেনার নামে ভুয়ো বিল তৈরি করে লক্ষ লক্ষ 𒈔টাকা গায়েব করা হচ্ছে। এই ঘটনায় এনআরএস কর্তৃপক্ষের নজরদারি নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন।
আরও পড়ুন: নেশার প্রতিবাদ করায় NRS-এ জুনিয়র ডাক্তারদের ম🐲ারধর ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩
কীভাবে হচ্ছে প্রতারণা?
অভিযোগ, ডেটা এন্ট্রি অপারেটরের লগ-ইন আইডি হাতিয়ে নিয়ে ওষুধ সরবরাহকারী সংস্থার নামে ভুয়ো বিল তৈরি করা হচ্ছে। আর এভাবেই প্রচুর টাকা গায়েব করা হচ্ছে। চিকিৎসকদের সংগঠনের বক্তব্য, এটা একটা কেলেঙ্কারি। যদ♛িও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে , কয়েকদিন আগেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে স্ত্রী রোগ ওয়ার্ডের নামে কিছু জিনিস কেনা হয়েছে বলে জানতে পারেন স্টোরের কর্মীরা। তারপরে বিষয়টি প💞্রকাশ্যে আসে। কারণ এই হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের𒈔 অস্তিত্ব নেই বেশ কয়েকবছর ধরে। জানা যায়, বিল তৈরির ক্ষেত্রেও কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তারপরই জানা যায় এভাবে একাধিক বিভাগে একইরকম পদ্ধতিতে টাকা লুট করা হয়েছে।
সে ক্ষেত্রে হাসপাতালে♕র ২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা দুজনে গ্রুপ ডি কর্মী। অভিযোগ, তারা ওষুধ সংস্থার নামে বিল তৈরি করে এভাবেই টাকা হতাচ্ছিল। আর এর জন্য সংস্থার কাছ থেকে তারা কমিশন পেত। এভাবেই দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা লুট করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এনআরসির এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।