দলীয় সহকর্মীর বিরুদ্ধেই শারীরিক হেনস্থার অভিযোগ আনলেন বিজেপি আইটি সেলের এক কর্মী। এই আবহে বিজেপি আইনজীবী সেলের আহ্বায়ক লোকনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আইটি সেলের কর্মী, অভিযোগকারী যুবক একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছেন। 🦂মারধর, জোর করে আটকে রাখা, ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, জোর করে অন্যত্র নিয়ে যাওয়া, বিকৃত যৌনতা, যড়যন্ত্র সহ একাধিক ঘারায় অভিযোগ দায়ের হয়েছে লোকনাথের বিরুদ্ধে। এই আবহে লোকনাথকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই লোকনাথ। তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য হন। এহেন নেতার বিরুদ্ধে য🐽ুবকের অভিযোগ, দলের কাজের অজুহাতে তাঁকে সিকিমে নিয়ে গিয়েছিলেন লোকনাথ। সেখানে তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছিল। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে কোনও রকমে সেখান থেকে পালিয়ে আরপিএফ-এর সাহায্যে ফোন উদ্ধার করেন এবং কলকাতায় ফিরে আসেন। এরপরই নারি রাজ্য বিজেপির সভাপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন সেই যুবক। যদিও এই গোটা ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘লোকনাথকে দলীয় পদ থেকে সরানো হয়নি। উনি নিজেই কাজ থেকে সরে গিয়েছেন। অভিযোগ পুরোপুরি ঠিক নয়।’ যদিও অভিযোগ খতিয়ে দেখতে বিজেপি-র কোর কমিটির সদস্যদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন সুকান্ত। অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই পক্ষের বয়ান চাওয়া হয়েছে।
এদিকে লোকনাথবাবুর পালটা অভিযোগ, আইটি সেলের সেই কর্মী দলের টাকা চুরি করেছিলেন। এই আবহে এখন বাঁচতে এই সব অভিযোগ করছেন। এদিকে ▨অভিযোগকারী আইটি সেল কর্মী মেল করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছেও গোটা ঘটনাটি জানান। এই গোটা বꦬিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি-র তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।