ডায়মন্ডহারবারে একেবারে বিচারকের আবাসনের হামলার অভিযোগ। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়। বুধবার ডায়মন্ডহারবার এডিজের ঘরে জেলা পুলিশের কর্তাদের সঙ্গে জেলা বিচারকের বৈঠক হয়। এদিকে এই হামলার পেছনে 💜এক পুলিশের নাম সামনে আসে। এরপরই পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে। এবার ক্লোজ করা হল সেই সাব ইনসপেক্টরকে। তবে সূত্রের খবর, আবাসনের সরাসরি কোনও হামলার ঘটনা হয়নি। হামলার আশঙ্কা ছিল।
পৈলান পুলিশ হেডকোয়ার্টারের কুমারেশ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিচারকের আবাসনে হামলার অভিযোগের ঘটনায় নাম জড়িয়েছিল তার। এমনকী বিচারপতি থানায় অভিযোগ দায়ের করতে গেলেও সেখানেও গড়িমসি করা হয় বলে অভিযোগ। এনিয়ে বিচারক কলকাতা হাইকোর্টের রে✨জিস্ট্রারের কাছে চিঠি পাঠায়।
তবে পুলিশের নাম সামনে আসতেই তদন্ত শুরু হয়। তারপরেই সেই এসআইকে ক্লোজ করা হয়🌜েছে।
ডায়মন্ডহারবারের এসপি রাহুল গোস্বামী জানিয়েছেন, অনভিপ্রেত ঘটনা। কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় আবাসনের মধ্যে ঘোরাঘুরি করছে। তেমনটাই দেখা গিয়েছে। ঘটনা জানার পরে আইসি সেখানে উপস্থিত হন। যে সিকিউরিটি ছিলেন ♚তাদের সবার সঙ্গে কথা বলেন। প্রাথমিক তদন্ত হয়েছে।🎃 এফআইআর দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। বিচারকদের আবাসনের সুরক্ষা বৃদ্ধি করা হচ্ছে। পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। মেটাল ডিটেক্টর বসানো হচ্ছে। আশঙ্কা থেকে একটা অভিযোগ এসেছিল।