সিউড়ির পুরন্দরপুরে বেহরা কালীতলায় অঘ🗹োরী সাধুর দেহ উদ্ধারকে খুনের ঘটনা বলে দাবি করল বিজেপি। রবিবার এক টুইটে এই দাবি করেন বিজেপি নেতা অমিত মালব্য। ওদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তার হাতের লেখা ভাইয়ের নয় বলে দাবি করেছেন নিহত স্বামী ভবানন্দের দাদা।
রবিবার সকালে বেহরা কালীতলায় মন্দিরের সামনে গাছ থেকে উদ্ধার হয় স্বামী ভবানন্দ ওরফে ভুবন মণ্ডলের দেহ। দাদা জানিয়েছেন, ১০ বছর আগে ভাই সংসার ত্যাগ করে সন্ন্যাস নেয়। তার পর আর বাড়ি ফেরেনি। পুরন্দপুরে বিল্ববাসিনী মন্দিরের কাছে থাকতে শুরু করেন তিনি। কিন্তু ত▨াঁর জনপ্রিয়তার জন্য মন্দিরের অন্যান্য সাধুরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত শুরু করেন।
এই ঘটনার কথা উল্লেখ করে বিজেপির এরাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে লিখেছেন, ‘মমতা বন্🥃দ্যোপাধ্যায় যখন ইদের একটি জমায়েতে কাল্পনিক ভূতেদের সঙ্গে লড়াই করতে হবে বলে উসকানি দিচ্ছিলেন তখন এক অঘোরি সাধুকে হত্যা করে মন্দি꧒রের সামনে ঝুলিয়ে দেওয়া হল। এই ঘটনা তৃণমূল নেতারা যুক্ত।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উপযুক্ত তদন্তের🐽 অনুরোধ জানাচ্ছি। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি ꩵহওয়া উচিত। ময়নাতদন্তের সময় একজন একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকা উচিত। এটি একটি অপরাধের ঘটনা। দোষীদের যত দ্রুত সম্ভব ধরা উচিত।’