দিল্লি হাইকোর্টে ফের জামিনের আবেদন করলেন গরুপাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি সুকন্যা মণ্ডল। একই সঙ্গে প্রভাবশালী তকমা ও আর্থিক তছরূপের অভিযোগ থেকে নিষ্কৃতি চেয়েছেন তিনি। আগামী ৯ অগাস্ট মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।গত ১২ মে সুকন্যাকে ২ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করেন তিনি। ২৬ মে সেই মামলার শুনানি হওয়ার কথা। এরই মধ্যে দিল্লি হাইকোর্টে ফের সুকন্যার জামিনের আবেদন করলেন আইনজীবী অমিত কুমার। সঙ্গে সুকন্যাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে তাঁকে প্রভাবশালী তত্ত্ব ও আর্থিক তছরূপের অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি। ৯ অগাস্ট মামলাটির শুনানি হতে পারে।গরুপাচারকাণ্ডের চার্জশিটে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ইডি। তারা জানিয়েছে, গরুপাচারের টাকা কোথায় কী ভাবে বিনিয়োগ হবে তা অনুব্রতর সঙ্গে আলোচনা করে ঠিক করতেন সুকন্যা। এই কাজে তাদের সাহায্য করতেন হিসাবরক্ষক মনীশ কোঠারি। গত ২৬ এপ্রিল দিল্লিতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন সুকন্যা। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না সুকন্যা। কোনও প্রশ্ন করলেই জবাব দিচ্ছেন, বাবা জানেন।