আবার অটোচালকের উপর হামলা নেমে এলো। রুবির মোড়ে অটোচালককে খুﷺন করার ঘটনা ঘটেছিল। বাঁশদ্রোণীতে অটোচালককে মারধরের ঘটনাও𒅌 ঘটেছিল। এবার সিঁথি মোড়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন অটোচালক। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পর অটো রুট বন্ধ করে দেওয়া হয়। এটাই প্রতিবাদ বলে জানিয়েছেন অটো চালকরা। এমনকী কাশীপুর থানায় বিক্ষোভ দেখান তাঁরা।
ঠিক কী ঘটেছে সিঁথিতে? অটোচালকের উপর দুষ্কৃতী হামলায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। এই নিয়ে অটো চালকদের দাবি, সোমবার সিঁথির মোড়ের অটো স্ট্যান্ডের সামনে একটি গাড়ি এܫসে দাঁড়াল। তখন এক অটো চালক ওই গাড়িটিকে সরে দাঁড়াতে বলেন। এই নিয়ে বচসা শুরু হয়। এই বচসা দেখতে পেয়ে অন্য অটো চালকরা তা মিটিয়ে দেয়।
তারপর ঠিক কী ঘটল? তখনকার মতো বচসা মিটে গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি൩। রাতে ফের সিঁথি মোড়ে আসে ওই গাড়ির চালক। তখন সে বেশ কয়েক⛎জন দুষ্কৃতীকে সঙ্গে ꧂নিয়ে এসে ওই অটো চালককে ব্যাপক মারধর করে। মারের চোটে রাস্তায় লুটিয়ে পড়েন অটোচালক। তখন তাঁকে ফেলে রেখেই গাড়ি করে সবাই চম্পট দেয়।
পুলিশ সূত্রে খবর, ওই অটোচালকের নাম শীতল গোস্বামী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অটোচালকরা থানায় এসে প্রতিবাদ দেখান। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অবিলম্বে দুষ্কৃতীদের 🐈ধরার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।