কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতকে শেষ শ্রদ্ধা জানানো নিয়ে ফের বালিগঞ্জে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। খোদ মন্ত্রীকে গো - ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরাই। বুধবার রাতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামির লেনের ঘটনা। সেখানে রাতে এসে পৌ💯ঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত শুভজিৎ মালির দেহ। স্থ🎀ানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখানে পৌঁছতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।
আরও পড়ুন - শিশুচুরির গুজবকে ক🥂েন্দ্র করে রণক্ষেত্র বারাসতের কাজিপ꧅াড়া, আক্রান্ত পুলিশও
পড়তে থাকুন - রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে 🐷﷽মানল রাজ্য
সোমবার শিলিগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় জামির লেনের বাসিন্দা শুভজিতের। সেদিনই শুভজিৎবাবুর মেয়ের জন্মদিন ছিল। ঘটনার জেরে আকাশ ভেঙে পড়ে পরিবারের ওপরে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, শুভজিতের মৃত্যুর খবর পাওয়া মাত্র পরিবারটির পাশে দাঁ🦩ড়ান স্থানীয় তৃণমূল নেতারা। দ্রুত ময়নাতদন্ত করিয়ে দেহ কলকাতায় ফেরানোর ব্যবস্থা করেন তাঁরা। কিন্তু গোটা সোমবার ও মঙ্গলবার বাবুল সুপ্রিয়কে সেখানে দেখা যায়নি। বুধবার রাতে মৃতের বাড়িতে তাঁকে দেখেই ক্ষোভ ছড়ায়। বাবুল সুপ্রিয়কে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরাই। পরিস্থিতি বেগতিক বুঝে কিছুক্ষণের মধ্যে এলাকা ছাড়েন বাবুল।
আরও পড়ুন - গায়ের জোরে দখল করা জমিতে তৃণ♍মূল পার্টি অফিস, ২০ দিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই বার বার অস্বস্তিতে পড়তে হয়েছে বাবুল সুপ্রিয়কে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ আসনে উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সেখানে বাবুলকে নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ চরমে পৌঁছয়। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ও দলনেত্রীকে যিনি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন সেই বাবুলকে দলীয় প্রার্থী হিসাবে মেনে নিতে চাননি দলেরই একাংশ। তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হওয়ায় ওই আসনে জেতেন বাবুল। এর পর রাজ্যের মন্ত্রিত্বও পান তিনি। মন্ত্রী হওয়ার পরে তাঁর সঙ্গে আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিবাদ শুরু হয়। শেষে বাবুলের পর্যটন দফতর ইন্দ্রনীলকে দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ🐠র আগেও বালিগঞ্জে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন বাবুল। এবার মৃতকে শ্রদ্ধা জানাতে গিয়েও তাঁর পিছু ছাড়ল না বিক্ষোভ।