আজ ভবানীপুর কেন্ꩵদ্রে উপনির্বাচন। হাইপ্রোফাইল এই কেন্দ্রে টানটান উত্তেজনায় ফুটছে দুই যুযুধান শিবির। তা হবে নাই বা কেন। তৃণমূলের তরফে যেখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলাই বাহুল্🐓য সেখানে স্পট লাইটের আলো ঠিকড়ে পড়বেই।
অন্য দিকে, তাঁর সম্মুখ সমরে দাঁড়িয়েছেন বিজেপ🙈ির তরফে কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর তারই মাঝে টানা বৃষ্টিতে থৈথৈ অবস্থা ভবানীপুরের অধিকাংশ এলাকার। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্যান্য জায়গার মতোই জলের তলায় চলে গিয়েছিল অধিকাংশ এলাকা। সেই জল যন্ত্রণা থেকে এলাকাবাসীদের মুক্তি দিয়েছে কলকাতা পুরসভা।
এদিন জমা জল নামাতে উদ্যোগ নেয় পুরসভার। ভবানীপুরের নর্দান পার্কের জমে থাকা জল পাম্প চালিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এদিন দুপুর ১২ টা পর্যন্ত জল জমে থাকলেও সেই জল সম্পূর্ণ নিষ্কাশন করে দেওয়া সম্ভব হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এলাকায় জমে থাকা জল দ্রুত নামানোর জন্য এদিন পাম্পিং স্টেশনের মোট ৮টি পাম্প চালিয়ে দেওয়া হয়। সেই জলের চাপ বেড়ে য💮াওয়ায়, পরবর্তী ক্ষেত্রে আরও ছ'টি অতিরিক্ত পাম্প চালানো হয়। এছাড়াও পাঁচটি গালিপিট সাক্সন মেশিন ব্যবহার করে দ্রুত জল নামিয়ে দেওয়া হয়।