Buddhadeb Bhattacharjee Health Updates: দু♏পুরে শারীরিক অবস্থার অবনতি, সন্ধ্যায় কিছুটা স্থিতিশীল, রাতে ফের উদ্বেগ বাড়ল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে। আপাতত উডল্যান্ডস হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুর ফুসফুসের সংক্রমণ অনেকটা বেশি আছে। তাই রাতটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁর শারীরিক অবস্থার খবর জানত෴ে হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে চোখ রাখুন।
Buddhadeb Bhattacharjee Health Updates: ‘সংকটজনক বুদ্ধবাবু’
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত চিকিৎসক জানালেন, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁকে স্থিতিশীল ক💞রার চেষ্টা করা𒆙 হচ্ছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: কেন পুরোপুরি ভেন্টিলেশনে দেওয়া হল?
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি। যে মাপকাঠি থেকে সংক্রমণের মাত্রা বোঝা যায়, প্রায় ৬০ গুণ বেশি আছে। অর🔯্থাৎ তাঁর শরীরে সংক্রমণ বাসা বেঁধেছে। রক্তচাপও কমছিল তাঁর। তাই তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে দেওয়া হয়।
‘ফুসফুসের অবস্থা কিছুটা খারাপ’ বুদ্ধবাবুর
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে আসেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।💝 দুটি ফুসফুসেই সংক্রমণ আছে। ফুসফুসের অবস্থা কিছুটা খারাপ আছে। আমি আশা করছি যে সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরে যাবেন পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী।’
Buddhadeb Bhattacharjee Health Updates: সত্যি হল আশঙ্কা, আরও তীব্র ভেন্টিলেশনে বুদ্ধদেব
আশঙ্কা সত্যি হল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টไাচার্যকে ইনভেনসিভ ইউনিটে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর। তাঁকে প্রাথমিকভাবে ෴নন-ইনভেনসিভ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
Buddhadeb Bhattacharjee Health Updates: কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, জানালেন সূর্যকান্ত মিশ্র
উডল্যান্ডস হাসপাতালে আসেন সূর্🔯যকান্ত মিশ্র। বেরনোর ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসময় তিনি জানান, যেরকম স্থিতিশীল ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেরকম আছেন। ইনভেসিভ ভেন্টিলেশনের এখনও প্রয়োজন হয়নি।
Buddhadeb Bhattacharjee Health Updates: আশানুরূপ উন্নতি হয়নি বুদ্ধবাবুর শারীরিক অবস্থার- সূত্র
হাসপাতাল সূত্রের খবর, এখনও বিপদ কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর যতটা উন্নতিꦕ হবে বলে আশা করা হয়েছিল, ততটা হয়নি। প্রয়োজনে ইনভেসিভ ভেন্ট🏅িলেশনে রাখা হতে পারে। আপাতত স্থিতিশীল আছে বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা। নন-ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন তিনি।
Buddhadeb Bhattacharjee Health Updates: কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভরতি করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত কিছুটা স্থিতিশীল আছেন বুদ্ধদেববাবু। বিস্তারিত দেখুন
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেবাবাবুর আরোগ্য কামনায় বিজেপি
র൩াজ্য বিজেপির মুখপাত্💎র শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা এবং দীর্ঘায়ু কামনা করছি দলের পক্ষ থেকে। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।’
Buddhadeb Bhattacharjee Health Updates: শ্বাসনালীতে সংক্রমণ বুদ্ধবাবুর, আপাতত আছেন স্থিতিশীল
হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসনালীতে সংক্রমণ আছে। 'টাইপ ২ রেসপিরেটরি ফেলিয়োর' (অর্থাৎ রক্তে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেশি আছে, অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে) হয়েছে। বাইপ্যাপ সাপোর্টে আছেন। অ্যান্টি-বায়োটিক দেওয়া হয়েছে। একাধিক পরীক্ষা হয়েছে। আপাতত শারীরিকভাবে স্থিতিশীল আছেন প্রা🔥ক্তন মুখ্যমন্ত্রী।
Buddhadeb Bhattacharjee Health Updates: সকাল থেকেই বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল- সূত্র
সূত্রের খবর, সকালের দিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদඣ্ধদেব ভট্টাচ🍬ার্যের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে। বাইপ্যাপ সাপোর্টে আছেন।
Buddhadeb Bhattacharjee Updates: কয়েকদিন ধরে জ্বর ছিল বুদ্ধদেববাবুর, খবর সূত্রের
সূত্রের খবর, মোটামুটি সুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঘরে হাঁটাচলা করছিলেন। গত কয়েকদিন ধরে জ্বর চলছিল। ঘরেই চিকিৎসার চেষ্টা করা হয়েছিল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল। দুপুরে🤪 সেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছিল। সেজন্য তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসে সংক্রমণ আছে, অ্যান্টিবায়োটিক কোর্সে পরিবর্তন- সূত্র
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদব ভট্টাচার্যের হৃদপিণ্ডের কোনও সমস্যা নেই। আপাততꦉ তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। তবে এখনও স্বাভাবিক হয়নি। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাঁকে বাইপ্যাপ সাপোর্টে আছেন তিনি। ফুসফুসে একটা সংক্রমণ আছে। অ্যান্টিবা🍒য়োটিক কোর্সে পরিবর্তন করা হয়েছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: COPD-র ভোগেন বুদ্ধদেববাবু
এমনিতে দীর্ঘদিন ধরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। একাধিকবার হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। ত✱বে বরাꦓবরই হাসপাতালে ভরতির ক্ষেত্রে তাঁর অনীহা আছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: ‘ডাকলে সাড়া দিচ্ছেন, চোখ মেলছেন বুদ্ধদেব’
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্ꦯরী বুদ্ধদেব ভট্টাচার্য। ডাকলে সাড়াও দিচ্ছেন। মেলছেন চোখ। তবে তাঁর ওষুধ পালটানো হয়েছে। কারণ তাঁর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল।
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের সুস্থতার কামনায় নেটপাড়া
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্✨য অসুস্থ হয়ে ওঠার পরই সোশ্যাল মিড🌸িয়ায় উদ্বেগের ছবি ধরা পড়েছে। এক নেটিজেন বলেন, ‘বুদ্ধবাবুর সুস্থতা কামনা করি।। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি বাড়ি ফিরে যান। এই লড়াই জিততে হবে আমাদের।’
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেবকে দেখতে আসছেন মমতা
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যক দেখতে হাসপাতালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো🎀পাধ্যায়। তবে কখন আসবেন 🍨তিনি, সে বিষয়ে কিছু জানানো হয়নি। যিনি আগেও অসুস্থ বুদ্ধদেববাবুকে দেখে এসেছেন।
Buddhadeb Bhattacharjee Health Updates: ‘অনেকটাই স্থিতিশীল বুদ্ধদেববাবু, চলছে চিকিৎসা’
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচ🅷ার্যকে হাꦉসপাতালে দেখে গেলেন সিপিআইএম নেতা রবীন দেব। তিনি জানান, আপাতত বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে চিকিৎসা চলছে। অক্সিজেনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন কিছুটা স্থিতিশীল আছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেববাবুর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন- সূত্র
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জ﷽ন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল বোর্ডের ত♉ত্ত্বাবধানেই চিকিৎসা চলছে বুদ্ধদেববাবুর।
Buddhadeb Bhattacharjee Health Updates: কিছুটা উন্নতি হল বুদ্ধদেববাবুর, কেটেছে সাময়িক বিপদ
হাসপাতাল সূত্রের খবর, কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। এখনও রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়নি। তবে কিছুটা উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। বিপদ পুরোপুরি না কাটলেও কিছুটা সামাল দেওয়া গিয়েছে বলে হাসপাতাল সূত্রে 🐽খবর।
Buddhadeb Bhattacharjee Health Updates: ‘সেরা চিকিৎসা পাবেন বুদ্ধদেবজি’, জানালেন রাজ্যপাল
দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'বুদ্ধদেবজি'কে দেখতে এসেছিলাম। দক্ষ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। উনি সেরা চিকিৎসা প💛াবেন। উনি যাতে দ্রুত সেরে ওঠেন, সেই আশা করছি। দ্রুত আরোগ্য কামনা করছি তাঁর।'
Buddhadeb Bhattacharjee Health Updates: কয়েকদিন শরীর ভালো যাচ্ছিল না বুদ্ধদেবের, জানালেন সেলিম
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা হাসপাতালে ভরতির পরামর্শ দিয়েছেন। গত কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। সিপিআꦑইএমর ꦅতরফে কথা বলা হয়েছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: ‘আমি নিশ্চিত, উনি দ্রুত সেরে উঠবেন’, বললেন রাজ্যপাল
দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপ🍰াতালে আসার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভরতি হয়েছেন শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। তবে আমি নিশ্চিত যে উনি দ🌃্রুত সেরে উঠবেন। উনি দীর্ঘদীন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি যাতে দ্রুত সেরে ওঠেন, সেই প্রার্থনা করছি আমরা।’
Buddhadeb Bhattacharjee Health Updates: বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে রাজ্যপাল
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেল ৪ টে ৫০ মিনিট 🦩নাগাদ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে এসেছেন তিনি। আপাতত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। তাঁর শারীরিক সূত্রের খবর, পরবর্তীত𒐪ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন।
Buddhadeb Bhattacharjee Health Updates: সিপ্যাপ দিয়ে বুদ্ধদেবের অক্সিজেন বাড়ানোর চেষ্টা: সূত্র
হাসপাতাল সূত্রে খবর, যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে আনা হয়, তখন তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৬৮-৭০-র মধ্যে নেমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে দ্রুত তাঁকে বিশেষ ইনজে🅰কশন দেওয়া হয়। কিন্তু তাতে অক্সিজেনের স্যাচুরেশন ৮০-৮২-র মধ্যে ঘোরাফেরা করতে থাকে। সেই পরিস্থিতিতে সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য নিচ্ছেন চিকিৎসকরা। সিপ্যাপ প্রক্রিয়ার সাহায্য তখনই নেওয়া হয়, যখন কারও শরীরে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। কমে যায় অক্সিজেনের মাত্রা। সেই পরিস্থিতিতে বাইরে থেকে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হয়।
Buddhadeb Bhattacharjee Health Updates: ক্রিটিকাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধদেবকে: সূত্র
বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্স থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নামিয়ে আনাไ হয়। স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। র্যাম্পে করে তাঁকে হাসপাতালের রোগীদের লিফটে নিয়ে যাওয়া যায়। সূত্রের খবর, তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ন🥃িয়ে যাওয়া হয়েছে।
Buddhadeb Bhattacharjee Health Updates: কমে যায় অক্সিজেনের মাত্রা, কী হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের?
সূত্রের খবর, দিনকয়েক ধরেই স্বাস্থ্য ভালো ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ দুপুরে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেনের স্যাচুরেশন ৭০-তে নেমে যায়। যা ৯০-র নীচে নেমেই বিপজ্জনক বলে মন💙ে করা হয়। সেই পরিস্থিতিতে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রাথমিকভাবে রাজি ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও ঝুঁকি নিতে চা🦂ননি চিকিৎসকরা।
Buddhadeb Bhattacharjee Health Updates: হাসপাতালে আনা হল বুদ্ধদেবকে, গুরুতর অসুস্থ
দীর্ঘদিন ধরেই অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কখনও অসুস্থতা বাড়ে, কখনও কমে। তারইমধ্যে শনিবার দুপুরের খাওয়া-দাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্♔ডসে নিয়ে আসা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার স💞াম্প্রতিক খবর জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে চোখ রাখুন।