ঝালদা পুরসভার কাউন্সি🅠লর পিন্টু চন্দ্রের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিত🌜ে বিচারপতি রাজশেখর মান্থার কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেননি ঝালদা থানার ওসি। এর পর ওই মামলা খারিজের নির্দেশ দেন বিচারপতি।
গত ১১ এপ্রিল ঝালদা থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের দাবি কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রের হেফাজত থেকে পাওয়া বারুদ থেকে আগুনের সূত্রপাত। সেকারণে পিন্টুকে সাক্ষী হিসাবে থানায় তলব করে পুলিশ। কিন্তু সেদিন তপন কান্দু হত্যা মামলায় সিবিআইয়ের ক্যাম্পে হাজিরা দিতে গিয়েছিলেন পিন🍷্টুবাবু। ফলে থানায় হাজিরা দিতে পারেননি তিনি। এর পর ওই ঘটনায় পিন্টু চন্দ্রকে অভিযুক্ত করে FIR দায়ের করে পুলিশ। এমনকী তাঁকে ফেরার ঘোষণা করে দেওয়া হয়।
পুলিশের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে গত ৩ নভেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পিন্টু চন্দ্র। সেই মামলার শুনানি ছিল বুধবার। এদিন এজলাসে বিচারপতি রাজশেখর মান্থা ঝালদা থানার ওসির কাছে জানতে চান, ঘটনার দিন তো পিন্টুবাবু সিবিআই দফতরে ছিলেন। সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে তা প্রমাণিত। তাহলে তাঁর কাছ থেকে ♔পুলিশ বাজি উদ্ধার করল কী করে? এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি ওসি। এর পরই পিন্টু চন্দ্রের বিরুদ্ধে পুলিশের দায়ের করা 🙈FIR খারিজের নির্দেশ দেন বিচারপতি।
কংগ্রেসের দাবি, ঝালদা পুরসভা দখলে রাখতে কংগ্রেসি ও নির্দল কাউন্সিলরদের🅰 নানা ভাবে বিব্রত করছে পুলিশ ও তৃণমূল। কখনও ✅তাদের হুমকি দেওয়া হচ্ছে। কখনও পুরনো মামলায় তাদের তলব করছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক