🍷 ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার এক দম্পতির জামিনের আবেদনেপর শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক। এর পর মামলাটি খারিজ করে দেন তিনি।
🍌অনুপ্রবেশের অভিযোগে দুলাল শীল ও স্বপ্না শীল নামে এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ। জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায় মামলাকারীর আইনজীবীরা বলেন, অভিযুক্তদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে। তাঁরা ২০১০ সালে ভারতে আসেন। CAA অনুসারে ২০১৪ সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তাঁরা প্রত্যেকে ভারতের নাগরিক। তাহলে শীল দম্পতিকে জামিন দেওয়া হবে না কেন?
🥂জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। অনেক বাংলাদেশিও এসব নথি বানিয়ে ফেলেছে। অনেকে তো আবার নিজেকে নাগরিক প্রামণ করতে ট্যাক্সও দিচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সেদেশে এরকম নথি বানিয়ে ফেলেছিল। অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন। একথা বলে শীল দম্পতির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি বসাক।
🐻বলে রাখি, সম্প্রতি পাসপোর্ট কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দেখা যায় ৭৩ জন বাংলাদেশি ভারতীয় নথি তৈরি করে ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছেন। এদের মধ্যে অন্তত ২০ জন সেই পাসপোর্ট দেখিয়ে বিদেশে চলে গিয়েছেন।