দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এসএসসি মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এই মামলার রায় দিকেই তাকিয়ে ছিলেন চাকরিপ্রার্থী থেকে শুরু করে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের 𝓡বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এই মামলার রায় ঘোষণার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রাক্তন বাঙালি বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চের বড় ভূমিকা রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যের 'দোষেই' ক꧑ি চাকরি বাতিল হল যোগ্যদেরও? SSC মামলায় কী যুক্তি হাই কোর্টের
এসএসসি মামলায় প্রায় ৮ মাস শুনানির পর সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ গত ৯ নভেম্বর ৬ মাসের মধ্যে এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি শেষ করার জন্য কলকাতা হাইকোর্টকে সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই অনুযায়ী, ৯ মে’র মধ্যে শুনানি শেষ করার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ের আগেই রায় ঘোষণ✤া করে দিল হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ, পরে সুপ্রিম কোর্ট হয়ে আবার হাইকোর্টে ফিরে আসে মামলা।
বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নির্দেশ দিয়েছিল এসএসসি সংক্রান্ত মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠꦓন করতে হবে। আগামী ৬ মাসের মধ্যে শুনানি শেষ করে মামলার রায় ঘোষণা করতে হ𝓀বে। এছাড়াও তদন্তকারী সংস্থা সিবিআইকে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টকে জমা দিতে হবে। এসএসসির মামলা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বলেছিল সুপ্রিম কোর্ট। যদিও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমবেশি ৫০০০ জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের সেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। এরফলে পুনরায় চাকরিতে যোগ দেন অনেকেই ।