হাওড়ার ছাত্রনেতা আনিস খানের হত্যায় ২ পুলিশকর্মীকে গ্রেফতারের পর আমতা থানার ওসির নাম জড়িয়েছে। এরপরেই দেখা যায় ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় আমতা থানার ওসিকে। ঘটনায় আনিসের পরিবারসহ আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন কেন ওসিকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার না করে ছুটিতে দেওয়া হল? এবার সেই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার বিচারপতি রাজ শেখর মান্থার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিট। রিপোর্ট খতিয়ে দেখার পরেই বিচারপতি প্রশ্ন করেন কেন ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারি আইনের ১৬১ ধারা অনুযায়ী ওসির বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু, ১৬৪ ধারায় কেন ওসির গোপন জবানবন্দি নেওয়া হয়নি। সাধারণত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই গোপন জবানবন্দি নেওয়া হয়। আর তা না নেওয়ায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পরে রাজ্য সরকার। বিচারপতির প্রশ্ন গোপন জবানবন্দি না নিয়েই ওসিকে কিভাবে ছুটিতে পাঠিয়ে দিল রাজ্য সরকার?এদিন মুখ বন্ধ খামে আনিসের দেহের ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করেছে রাজ্য সরকার। তবে ফরেনসিক রিপোর্ট পেতে আরও দুই সপ্তাহ সময় লেগে যাবে। তারপরে সেই রিপোর্ট আদালতে পেশ করা হবে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারল জানান। প্রসঙ্গত, আনিসের পরিবারের পক্ষ থেকে আদালতে লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই রিপোর্ট তার হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।