রুবি-বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। আর সেজন্য কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারকে দুষল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে ౠনিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (ꦕঅরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য ৯০ মিটারের একটি ভায়াডাক্ট তৈরি করার পরামর্শ দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সঙ্গে একটি ফুট ওভারব্রিজও তৈরি করতে বলেছেন। আর সেই কাজ করার জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও ‘ট্র্যাফিক ব্লক’-র অনুমতি মেলেনি। তাই কাজও শুরু করা যাচ্ছে না। বেলেঘাটা পর্যন্ত মেট্রোকে এগিয়ে নিয়ে যেতে ‘অহেতুক’ দেরি হচ্ছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আপাতত কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও মন্তব্য করা হয়নি।
ঠিক কী কী কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে?
সিগন্যাল ওভারল্যাপের জন্য বেলেঘাটা স্টেশনের পরে ৯০ মিটারের একটি ভা♏য়াডাক্ট তৈরি করতে বলেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেইসঙ্গে ౠবেলেঘাটায় ফুট ওভারব্রিজ তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি। যে ফুট ওভারব্রিজের মাধ্যমে যাত্রীরা ব্যস্ত ইএম বাইপাস পেরিয়ে সুরক্ষিতভাবে বেলেঘাটা স্টেশনে ঢুকতে পারবেন। কিন্তু ইএম বাইপাসে ‘ট্র্যাফিক ব্লক’-র অনুমতি না মেলায় সেই কাজ থমকে আছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রুবি থেকে মেট্রোকে বেলেঘাটায় নিয়ে আসার জন্য দ্রুত ওই দুটি কাজ শেষ করতে হবে। ওই দুটি কাজ না করলে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন মিলবে না। বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা যাবে না। সেই পরিস্থিতিতে ট্র্যাফিক পুলিশের থেকে দ✃্রুত 'ট্র্যাফিক ব্লক'-র অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।
সেই কাজ করার জন্য ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রদানের গত ৫ জানুয়ারি ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনারকে চিঠি লেখা হয়েছিল বলে দাবি বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে দাবি করেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, আরভিএনএল এবং মেট্রো কর্তৃপক্ষের তরফে যাবতীয় প্রস্তুতি নেও♑য়া হলেও পুলিশের অনুমোদন না মেলায় কাজ থমকে আছে। বিষয়টি নিয়ে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এখনও কাজ শুরু করার জন্য ‘নো-অবজেকশন সไার্টিফিকেট’ (এনওসি) দেয়নি পুলিশ। তার জেরে ‘অহেতুক’ দেরি হচ্ছে।