মুরগীর মাংস না ইলিশ আজ রবিবার কী থাকবে আপনার পাতে? কারণ দুটোরই দাম পড়েছে অনেকটা। কলকাতা ও শহরতলীর বাজারে মুরগী যেমন সস্তা হয়েছে, তেমনি বড় থেকে মাঝারি সাইজের ইলিশ মিলছে অনেকটাই কম দামে। তাই চিকেন না 𒁃ইলিশ তা ভেবেই দিশাহারা অনেকে।
শহরে পোলট্রি মুরগির দাম প্রতি কেজি ১৮৫ টাকা থেকে ১৯০ টাকার মধ্যে। যা এই সপ্তাহের গোড়ার দিকে ২০০ থেকে ২১০টাকা। তবে শহর বা শহরতলীর বাজারে মুরগী ২০০ টাকার বেশ কোথাও নেই। গোটা মুরগীর দাম ১৩০ থেকে ১৪২ টাকার মধ্যে। কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম, পুরুলিয়ার মতো জেলায় পোলট্রি ফেডারেশনের চার্ট অনুযায়ী চিকেনের দাম ১৭০ টাকা। তবে দাম কমেনি মটনের। পাঠার মাংসের দাম সেই ৭৫০ থেকে ৮০০টাকারꦦ মধ্যেই রয়ে গিয়েছে।
তবে চিংড়ি না ইলিশ কোনটা থাকবে রবিরারে মেনুতে? বাজার করতে আসা এক ক্রেতার যুক্তি,'যেহেতু এ সময়টায় একটু সস্তায় ইলিশ মাছ পাচ্ছি তাই আজ ইলিশ মাছই কিনব। চিকেন তো অন্য সময়ও খেতে পারব। ♏তাছাড়া চিকেনের দাম এখন আর বেশ💟ি বাড়বে না বলেই মনে হয়।'
(পড়তে পারেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে খুলে দেওয়া হল বহরমপুর বাইপাস, কমবে যা🎃নজট)