আজ রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। এই উৎসবের মরশু𒁏মের বাড়তি পাওনা বিশ্বকাপ ক্রিকেট। আজই তারই সমাপ্তি। রবিবার ছুটির দিনে এই ফাইনাল জমিয়ে উপভোগ করতে নেমে পড়েছে বাঙালি। মাংসের দোকানে ভিড় দেখে তেমনই আন্দাজ পাওয়া যাচ্ছে।
তবে পুজোর পর থেকে চিকেনে দামও অনেকটা কমেছে। পুজো শুরুর আগে চিকেনের দাম ছিল ২২০-২৩০ টাকা। এক ধাক্কায় দাম ৩০-৪০ টাকা কমেছে। রবিবার কলকাতা ও শহরতলির চিকেনের দাম ছিল ১৮০-১৮৫ টাকা। তবে জেলা এই দাম আরও ১০ꦰ টাকা কম বলে জানা গিয়েছে। গোটা মুরগি প্রতি কেজ ১৪৫ থেকে ১৫২ টাকা। তবে দাম কমেনি পাঠার মাংসের। প্রতি কেজি মাংসের দাꦇম ৭৪০-৮০০টাকা রয়েছে।
মুরগির মাংসের দাম কমলেও মাছের বাজারে দাম কমের কোনও লক্ষণ নেই। এদিন বাজারে প্রতি কেজি রুইয়ের দাম ছ🍰িল ২০০-২১০টাকা। কাতলা মাছের দাম প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা। ট্যাংরার দাম ৪০০টাকা। পমফ্রেটের দাম কেজি প্রতি ৩০০-৪০০ টাকা। ভোলা মাছে দাম প্রতি কেজি ৪০০ টাকা।
বাগদা চিংড়ি প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, গলদা ৭০০ টাকা। বাজারে মিলছে ইলিশও। ছোট সাইজের ইলিশ ৬০০ টাকা থেকে শুরু। এছাড়া প্রতꦆি কেজি তেলাপিয়া মিলছে ৩০০ টাকায়।
(পড়তে পারেন। ৩🦹 দিনের মধ্যে দুর্গা ও কালীপুজোর প্যাণ্ডেল ♏খুলতে হবে, না হলে…, কড়া KMC)
তবে ইতিমধ্যেই বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। ফুলকপি, পালং, বেগুন পাওয়া যা♏চ্ছে তুলনামূলক সস্তা দরে। ফুলকপ🧸ি পাওয়া যাচ্ছে ১৫-২০টাকা দরে। পেঁয়াজের দর নেমেছে ৮০ টাকা থেকে ৬০ টাকায়। বাঁধাকপি প্রতি কেজি কুড়ি টাকা। বাজারে বেগুন কুমড়োর প্রতি কেজির দাম ৩০ টাকা ।
জ꧃্যেতি আলু পাওয়া যাচ্ছে ২০-২২ ট🥂াকা দরে। অন্যদিকে চন্দ্রমুখীর দাম ২৫-২৬টাকা।
তবে সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, শীতের সবজি ঢুকতে শুরু করেছে। শীত আরও বাড়বে সবজির দাম 🐈অনকেটাই কমবে। আপাতত শীতের প্রত্যাশায় বাঙালি।