এবার আর ‘বস্তি’ নাম থাকবে না কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে খোদ উদ্যোগী হলেন। তিনি যে এই নাম পছন্দ করেন না, তা বুঝিয়ে দিয়ে বস্তির নাম পরিবর্তন করার নির্দেশ দিলেন। শুধু তাই নয় এর পরিবর্তে কী নাম হবে? তাও ঠিক করে দিলেন তিনি। বস্তিরꦯ পরিবর্তে উত্তরণ নামকরণ করার জন্য মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণীর পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বস্তি নামে আপত্তি জানান। তারপরেই বস্তি শব্দটি তুলে দিয়ে নতুন নাম ঠিক করে দেন তিনি।
আরও পড়ুন: নেতা ♏মন্ত্রীদেরও ঠাকুর দেখতে হবে লাইনে দাঁড়িয়েই, মমতার ন🐓ির্দেশে চরম অস্বস্তি
মুখ্যমন্ত্রী বলেন, ‘বস্তি বলে ক🍰িছু হয় না। তাই এই শব্দটি তুলে দেওয়া উচিত।’ একইসঙ্গে বস্তির মানুষদের তিনি ভালোবাসেন বলেও জানান তিনি। তিনি বলেন, ‘বস্তির মানুষদের আমার খুব ভালো লাগে। তাদের মধ্যে আতিথেয়তা, আড্ডা, ভালোবাসা, একজন অপরজনের সাথী হওয়া এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে। তাই তাদের কথা মাথায় রাখতে হবে।’
উল্লেখ্য, পায়ে চোটের কারণে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন ❀পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব♏ন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চেতলা অগ্রণী ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উদ্বোধনের সময় ফিরহাদ জানান, চেতলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসেন এবং শাসক দল প্রতিবার এখান থেকে লিড পায়। তখনই মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে বস্তির নাম পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেন।