বুধবার বিধানসভায় এসে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকে রাজ্যের বাজেট অধিবেশনে শুরু হয়েছে। তারপর বাজেট বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি রাজ্যের আইনসৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। কিন্তু এদিন বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর বক্তব্য না শুনে চিৎকার করে ওয়াকআউট করেন। তাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা ভয় পেয়ে পালিয়ে গেল।’ঠিক কী বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কথা তুলে ধরতে শুরু করেন। তখন তা না শুনে বক্তৃতা চলাকালীনই বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপির বিধায়করা। তখন মমতা বলেন, ‘ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহণ সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই।’ এই বিভিন্ন কেলেঙ্কারি সম্পর্কে তিনি যে জানেন তা এদিন স্পষ্ট করে দিয়েছেন। আবার পরিবহণের কেলেঙ্কারি বলে তিনি শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন সেটাও মনে করা হচ্ছে। রাজ্যপালের ভাষণের দিনও বিজেপি বিধায়করা গোলমাল করে অধিবেশন ভেস্তে দিতে চেয়েছিলেন। সেখানে প্রথম লাইন এবং শেষ লাইন পড়িয়ে নিয়ে সাংবিধানিক সংকট আটকে দেন মুখ্যমন্ত্রী।এদিনও সেই ধারা বজায় রাখে বিজেপি বিধায়করা। আজও তাঁরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। তাতেই বিজেপি ভয় পেয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এমনকী গরু পাচার, বালি খাদান এবং পরিবহণ কেলেঙ্কারির সঙ্গে বিজেপি নেতারাই জড়িত বলে ইঙ্গিত দেন। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।