সোমবার তিনদিনের সফরে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সোমবার দুপুরে বিশেষ বিমানে উত্তরবঙ্গে রওনা দিতে পারেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই সফর তাৎপর্যপূর্ণ। তিনদিনের উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার তিনি কলকাতা ফিরতেꩵ পারেন।
যদি আর মাস দু'য়েকের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়, তবে সে দিন থেকে দেখলে ভোটের আগে এটি তাঁর শেষ উত্তরবঙ্গে সফর হতে পারে। নবান্ন থেকে এখনও তাঁর সফর সূচি জানানো হয়নি। তবে মনে কার হচ্ছে, তিনি পাহাড়েও যেতℱে পারেন। এই সফরে বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করতে পারেন মুখ্য♔মন্ত্রী।
এর আগে গত মে মাসে তিনি মালদা ও মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন। দুই জেলায় তিনি প্রশাসনিক বৈঠক করেন। ইংরেজবাজারে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেꦯও যোগ দেন।
মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবিত সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলেই সূত্রের খবর। মূলত প্রশাস🌜নিক কাজেই তিনি উত্তরবঙ্গে যেতে পারেন বলে জানা ♋গিয়েছে।
শনিবার সকালে কপ্টারে চেপে ওড়িশা বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন দুর্ঘটনাস্থল। সেখানে উপস্থিত রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। এর তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। (বিস্তারিত পড়ুন। সমন্বয়ের অভাব রয়েছে!' রে🧸লমন্ত্রীর সামনেই সমালোচনা প্রাক্তন রেলমন্ত্রী মমতার)