লোকসভা নির্বাচন চলাকালীন নন💎্দীগ্রাম থানায় বিরোধী দলগুলির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের তদন্তে মৌখিক স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী মঙ্গলবার পর্যন্ত ওই অভিযোগগুলির ভিত্তিতে কোনও বিজেপি কর্মীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ𒐪 করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন - জঙ্গি হাবিবুল্লারহের স🌜ঙ্গে যোগ! সন্দেহ🐼ে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার যুবক
পড়তে থাকুন - খড়গপুরে প্রকাশ্যে চলল গুলি, পার♔্টি অফিসের পাশেই গুলিবꦯিদ্ধ তৃণমূল কর্মী
বিরোধী দলনেতা আদালতে মামলা করে জানান, লোকসভা নির্বাচনে বিরোধী দলের কর্মীদের নিষ্ক্রিয় করে রাখতে শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশে তাদের বিরুদ্ধে ম༺ুড়ি - মুড়কির মতো মামলা করেছে পুলিশ। ৪মে থেকে ১২ জুন পর্যন্ত ৪০ দিনে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা দায়ের হয়েছে। এর♌ মধ্যে ৩৪ অভিযোগ একই ব্যক্তি করেছেন। তার ভিত্তিতে আলাদা আলাদা FIR দায়ের করেছে পুলিশ। শুভেন্দুবাবুর আইনজীবী দাবি করেন, এই FIRগুলি শুধুমাত্র বিরোধী দলের কর্মীদের হেনস্থা ও সন্ত্রস্ত করার জন্য করানো হয়েছে। কোনও FIRএর কোনও সারবত্তা নেই। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। তাই প্রতিটি FIRএর তদন্তভার CBIকে দেওয়া হোক।
পালটা রাজ্যের আইনজীবী বলেন, প্রতিটি FIR সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ꦓদায়ের হয়েছে। তাই রাজ্য পুলিশকে এর তদন্ত করতে দেওয়া উচিত। তখন বিচারপতি সিনহা বলেন, ‘রাজ্য FIRএর তদন্ত করলে আদালতের কোনও আপত্তি নেই। তবে তদন্তে কী উঠে এসেছে তা আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে হবে আদালতে। ততদিন পর্যন্ত এই মামলাগুলিতে অভিযুক্ত কারও বিরুদ্ধে গ্♛রেফতারি বা অন্য কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।’
আরও পড়ুন - ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দি𝓀য়ে বধূকে দিঘা বে𓆏ড়াতে যাওয়ার প্রস্তাব তৃণমূল নেতার
বলে রাখি, লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুক আসনের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় ৮ হাজারের বেশি ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে শু♎ভেন্দু অধিকারীর কাছে ২ হাজারের সামান্য♏ কম ভোটে পরাজিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিধানসভার নিরিখে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান বেড়েছে নন্দীগ্রামে।