করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই খুলেছে স্কুল। ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের টিকাকরণ রাজ্যে সম্পন্ন হলেও এখনও পর্যন্ত কম বয়সি পড়ুয়াদের টিকাকরণ হয়নি। তারইমধ্যে করবেভ্যাক্স এল পশ্চিমবঙ্গে। জরুরি ভিত্তিতে ১২ থেকে ১৮ বছরের শিশুদের শরীরে প্রদানের জন্য সম্প্রতি অনুমোদন পেয়েছে Corbevax। এতদিন করোনা সংক্রমণের আশঙ্কায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল খুললেও কম বয়সি পড়ুয়াদের জন্য স্কুলের দরজা বন্ধ ছিল। যদিও বিভিন্ন আন্দোলনের চাপে পড়ে অবশেষে তাদের জন্য স্কুল খুলে দিতে বাধ্য হয় রাজ্য সরকার। ফলে পড়ুয়ারা এখন স্কুলে যাওয়ার ফলে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৪৪ হাজার ভায়াল করবেভ্যাক্স এসেছে। এই টিকাগুলি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।ইতিমধ্যেই কেন্দ্র সরকার হায়দ্রাবাদের এই সংস্থাটিকে ৩০ কোটি ডোজের বরাত দিয়েছে। যার মূল্য দেড় হাজার কোটি টাকা। গত সোমবার বায়োলজিকাল ই লিমিটেড জানায়, জরুরি ভিত্তিতে ১২ থেকে ১৮ বছরের শিশুদের শরীরে প্রদানের অনুমোদন পেয়েছে Corbevax। দেশীয়ভাবে তৈরি প্রথম রিসেপস্টর বাইন্ডিং ডোমেন (আরবিডি) সাব-ইউনিট করোনাভাইরাস টিকা হল Corbevax।