সম্প্রতি রাজ্যের ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে। তাতে 🏅সবকটিতেই দেখা গিয়েছে সবুজ ঝড়। আরজি করের𝕴 মতো ইস্যুকে হাতিয়ার করেও ভোটে দাগ কাটতে পারেনি বামেরা। লজ্জাজনক জনকে হারের পরেই দলকে দোষারোপ করে বেফাঁস মন্তব্য করেছিলেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এবং দলের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এভাবে প্রকাশ্যে সমালোচনা করে কার্যত দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন দুই প্রবীণ নেতা। আর এবার দলের দুই নেতাকে পালটা বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুন: বৃদ্ধতন্ত্💙র মুছতে রাজ্য কমিটি থেকে বাদ বিমান–সূর্য, নয়া রাজ্য সম্পাদক সেলিম
গত শনিবার উপনির্বাচনের ফল প্রকাশের দিন দলের বিভিন্ন ভুল ভ্রান্তি প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। এর জন্য বাম আমলের প্রাক্তন মন্ত্রী দলের বর্তমান নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় বেশি সরব হওয়া এবং তরুণ প্রজন্মের সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় দলের নেতৃত্ব যতটা সক্রিয় বাস্তবের মাটিতে ততটা সক্রিয় নয়। তাছাড়া তরুণ প্রজন্൲ম দলের কথা ভাবার চেয়ে নিজেরা দল করছে সেটাই বোঝাতে চাইছে বলে মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত প্রচার বাড়ছে। সেই কারণেই এমন ফল হয়েছে।
অন্যদিকে, তাঁর এই মন্তব্যের পরে বিকাশরঞ্জন দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ৩৪ বছর বসে থাকার ফলে মানসিক মেয়াদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফল খারাপের জন্য দুই নেতাই দলকেই কার্যত দায়ী করেন। দুই নেতার এই মন্তব্য প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বুধবার সেলিমের বার্তা, কেউ সুরো নাকি বেসুরো তা বিরোধীরা বলতে পারবে। তবে সেলিমের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা উচি﷽ত।