ঘূর্ণিঝড় আমফানে পশ্চিমবঙ্গে নিহত হয়েছেন ৭২ জন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু মানুষ নয়, আমফানের বলি হয়েছে বহু অবলা জীবও।বুধবার সারারাত কলকাতাজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আমফান। তার জেরে বহু নাগরিক বিপন্ন হয়েছেন। বিশেষ করে চূড়ান্ত বিপাকে পড়েছেন শহরের বস্তিবাসীরা। লকডাউনের জেরে ঘরবন্দি থাকায় বাসিন্দাদের অধিকাংশ যদি বা সাইক্লোনের দাপট থেকে রক্ষা পেয়েছেন, তেমন সৌভাগ্য হয়নি কলকাতার পথ-কুকুরদের। নিরাশ্রয় অবলা জীবদের আমফানের রোষ থেকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ। তাই ভয়াবহ ঘূর্ণিঝড়ের যখন রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্ট ও বড় বড় গাছগুলি সশব্দে লুটিয়ে পড়ছে, তখন নিজেদের বাঁচানোর সুযোগ পায়নি অসহায় পথ-কুকুরের দল। বৃহস্পতিবার সকালে সাইক্লোন বিধ্বস্ত শহরের রাস্তায় পাওয়া গিয়েছে তেমনি নিঃসহায় কুকুরের বেশ কিছু দেহ। উল্টোডাঙায় তেমনই মর্মান্তিক দৃশ্যের ছবি এ দিন ফেসবুকে পোস্ট করা হয়েছে, যা দেখে তোলপাড় হয়েছে নেট দুনিয়া।