দক্ষিণবঙ্গের ৩ জেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভালো প্রভাব পড়তে চলেছে বলে পূর্বাভাসে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। শনিবার পূর্বাঞ্চলীয় আবহাওয়া অ🎃ধিক🔯র্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এদিন ঝড়ের জেরে কবে কত বৃষ্টি হতে পারে ও হাওয়ার গতিবেগের পূর্বাভাস দিয়েছেন তিনি। সতর্ক করেছেন মৎস্যজীবীদের।
এদিন সঞ্জীববাবু বলেন, ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় স💞িত্রাং।
এর জেরে ২৪ অক🅰্টোবর, কালীপুজোর দিন থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে।
২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দু’দিনই কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে মাঝারি বর্ষণ হতে পারে।🅰
এছাড়া ২৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪৫ – ৫৫ কিলো🐼মিটার বেগে বইতে পারে ঝড়। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটারে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার।
২৫🦩 অক্টোবর হাওয়ার গতি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সেদিন ঘণ্টায় ৮০ – ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৬০ – ৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি✱, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ – ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
‘বামেরা বিরোধিতাটা ভাল করতে পারে’, করুণাময়ীতে বামেদের আন্দোলনে মন্তব্য দিলীপের
মৎস্যজীবীদের ২🤡৩ – ২৫ যেতে বারণ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের শনিবারের মধ্যে ফিরে আসতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া উপকূলে সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। সুন্দরবনে বন্ধ থাকবে ফেরি🃏 পরিষেবা।
পর্যটনকেন্দ্রে ওয়াটার স্পোর্টস বন্☂ধ রাখতে বলা হয়েছে। কলকাতা ও অন্যান্য পুরসভায় নীচু এলাকায় জল জমতে পারে। সেই মতো প্রস্তুতি নিতে বলেছে হাওয়া অফিস উপকূলবর্তী এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।