কলকাতা পুরসভা–সহ অন্যান্য পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলারদের নামে নানা অভিযোগ জমা পড়ল। এমনিতেই কয়েকটি পুরসভার নির্বাচন বাকি। আবার বদল আনার কথাও জানা গিয়েছে। এই আবহে আমজনতার অভিযোগ জম🎀া পড়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই খবর♛ প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পুরসভার প্রতিনিধিদের মধ্যে। কারণ এই আমজনতার কথা শুনে সিদ্ধান্ত নিলে অনেকের উপর কোপ পড়তে পারে। যা নিয়ে বিস্তর চিন্তায় পড়েছেন একাধিক পুরসভার প্রতিনিধিরা।
কলকাতা পুরসভা–সহ কয়েকটি পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর। গতকাল রবিবার কালীঘাটে ‘দিদির দরবারে’ হাজির হয়েছিলেন কয়েকজন আমজনতা। তাঁরাই পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ জানান। নাম উল্লেখ করে অভিযো༒গ জানানো হয়েছে। কারও বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, কারও বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, আবার কারও বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ জমা পড়েছে বলে 💦সূত্রের খবর।
আরও পড়ুন: মোদীর গুজরাট থেকে সোনা এল দিদির বাংলায়, ঝাড়গ্রামের অনিমেষের প্রশংসায় মমতা
এমনটা যে ঘটবে তা কেউ টের পাননি। কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। দলীয় সূত্রে খবর, যাঁরা অভিযোগ করেছেন তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক অভিযোগগুলি জমা দিতে হবে তৃণমূল ভবনে। আর পরিষেবা না পাওয়ার অভিযোগ বা অন্যান্য অভিযোগ জমা দেওয়া যাবে ‘দিদির দরবারে’। তখন তেমন অভিযোগ নিয়ে আসা মানুষজন ‘দিদির দরবারে’ তা জমা করেন। আর বাকিরা তৃণমূল ভবনের দিক♊ে পা বাড়ান। সুতরাং এটা স্পষ্ট চেয়ারম্যান থেকে কাউন্সিলরদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে।