১০০ বা ২০০ গ্রাম নয়, পাকস্থলীতে জমে ছিল ১,৭০০ গ্রাম চুল। বছরের পর বছর ধরে নিজের অজা𝔉ন্তেই মাথার চুল ছিঁড়ে খেয়ে ফেলেছিল এক কিশোরী। আর পেটে চুল জমে সমস্যা শুরু হতেই তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। অবশেষে অস্ত্রপোচারের পর কিশোরীর পেট থেকে বের করা হয় এই পরিমাণ চুল। আরজি করের চিকিৎসকরা ওই কিশোরীর পেটের অস্ত্রোপচার করে চুল বের ক🧜রেন।
আরও পড়ুন: যুবকের পেট কেট🐷꧟ে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী
জানা গিয়েছে, বছর ১৬- এর ওই কিশোরী উত্তর ২৪ পরগনার অশোকনগর꧒ের বাসিন্দা। আর পাঁচটা মেয়ের মতোই তার আচরণ স্বাভাবিক। সে স্কুলে পড়াশোনা করে। তার অনেক বান্ধবীও রয়েছে। তাদের সঙ্গে গল্পও করে আবার বাড়িতে পড়তেও বসে। তবে চুল খাওয়ার স্বভাব দেখে অনেক বান্ধবীই তার থেকে দূরে সরে গিয়েছিল। তার পরিবারের লোকজন চুল খাওয়ার বিষয়টি জানেন। তারা এ বিষয়ে কিশোরীকে বারবার বাধা দিয়েছেন। কিন্তু, তারপরেও নিজের অজান্তেই মাথার চুল ছিঁড়ে খেয়ে আসছিল ওই কিশোরী। প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের মাথার চুল ছিঁড়ে ওই কিশোরী খাচ্ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি কিশোরীর পেটের সমস্যা দেখা দেয়। তার পেট ব্যথা থেকে শুরু করে পেট ফোলার সমস্যা দেখা দেয়। তখন পরিবারের সদস্যরা তাকে দিন কয়েক আগেই নিয়ে এসেছিলেন আরজি কর মেডিক্যাল 🦄কলেজের গ্যাস্ট্রো বিভাগের আউটডোরে। সেখানে চিকিৎসকরা জানান, পেটের সমস্যার কারণে বারবার তার বমি হচ্ছে এবং খাওয়ার পরিমাণও আগের থেকে কমে গিয়েছে। সেইমতো চিকিৎসক কিশোরীকে ওষুধ দিয়েছিলেন। ওষুধ খাওয়ার ১০ দিন পর ফের সেখানে যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু, ওষুধ খাওয়ার পরেও সমস্যার সমাধান না হওয়ায় ফের কিশোরীকে নিয়ে চিকিৎসকের কাছে যান তার বাবা-মা।
এরপর কেন এমনটা হচ্ছে তা জানতে এন্ডোস্কোপি করতে বলেন চিকিৎসক। সেই মতোই কিশোরীর পেটের এন্ডোস্কোপি করা হয়। তার রিপোর্ট পেতেই কার্যত চোখ ছানাবড়া হয়ে যায় চিকিৎসকের। তিনি দেখেন মেয়েটির পেটের মধ্যে দলা পাকিয়ে শক্ত কিছু রয়েছে। এরপর চিকিৎসক তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন মেয়ের মাথার চুল খাওয়ার স্বভাব রয়েছে। আর সেই চুল একটু একটু করে পাকস্থলীতে জমা হচ্ছিল বলে জানান চিকিৎসক। আসলে চুল হজম হয় না। সেইসঙ্গে পাকস্থলী থেকে নিঃসৃত বিভিন্ন রসের সঙ্গে মিশে চুল জমা হচ্ছিল। শেষে গত মঙ্গলবার সার্জারি বিভাগের ছয় চিকিৎসকের একটি দল💯 কিশোরীর অস্ত্রোপচার করে চুল বের করে, যার ওজন ১ কেজি ৭০০গ্রাম। বর্তমা🗹নে ওই কিশোরী সুস্থ আছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানান, এটি একটি বিরল রোগ। এর নাম হল ট্রাইকোবেজোয়ার।