🦋 রাজ্যে চালু রেশন কার্ডের সংখ্যা কত তা জানতে চেয়ে খাদ্য দফতরকে একবার চিঠি দিয়েছিল ইডি। কিন্তু দফতর থেকে কোনও উত্তর না আসায় ফের একবার চিঠি পাঠানো উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনে এই তথ্য জানাতে চেয়েছে ইডি।
🃏খাদ্য দফতরের কাছে ইডি জানতে চেয়েছে, রাজ্যে কতগুলি ‘অ্যাক্টিভ রেশন কার্ড’ বা চালু রশেন কার্ড রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ ওই সমস্ত কার্ডগুলিতে নিয়মিত রেশন তোলা হয়। এ ছাড়া ইডি চিঠিতে আরও জানতে চেয়েছে, ২০১৯ সালে রাজ্যের কত রেশন কার্ড ছিল, বর্তমানে তা কত হয়েছে। এছাড়া তদন্তকারী সংস্থার আরও প্রশ্ন, রেশন কার্ড ডিজিটাজড হবার সময় কত রেশন কার্ড বাতিল হয়েছে।
আরও পড়ুন। ♛পুরুলিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল বেপরোয়া লরি, মৃত ৫, আহত ১১ জন
কেন এই প্রশ্ন?
♎তদন্তে নেমে নানা কায়দায় দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কোথাও ভুয়ো চাষি দেখিয়ে দুর্নীতি হয়েছে। কোথাও আবার চাল আটা না দিয়ে তা রেশনগ্রাহক পেয়েছেন বলে দেখিয়ে দেওয়া দেওয়া হয়েছে। মিল মালিকদের কাছ থেকে ডিলারের কাছে রেশন পাঠানোর ক্ষেত্রেও কারচুপি হয়েছে। প্রতি লেনদেনে ১০ শতাংশ কমিয়ে রেশন দেওয়া হয়েছে। তাই চালু রেশন কার্ডের সংখ্যা নিয়ে তদন্তের কিনারায় পৌছতে চাই ইডি। তাই তারা জানতে চাইছে, কার্ডের মাধ্যমেও দুর্নীতি হয়েছে কিনা।
আরও পড়ুন। ℱপুরুলিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল বেপরোয়া লরি, মৃত ৫, আহত ১১ জন
কী জানতে চাইছে ইডি
⛄রেশন দুর্নীতি মালমায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লির। এছাড়া তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রেহমান সহ অনেকে। সেই তদন্তের প্রয়োজনে চালু রেশন কার্ড সম্পর্কে জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
🎉সূত্রের খবর, ইডি জানতে চায়, মৃত্যুর পর কোনও ব্যক্তির রেশন কার্ড কী নিয়ম বাতিল করা হয়েছে। সেই রেশন কার্ড দিয়ে খাদ্যসামগ্রী তোলা হয়েছে কি না তা যাতাই করা হবে। এছাড়া সক্রিয় কার্ড দেখে, রেশনে কতটা চাহিদা আছে তা আন্দজ করা যাবে।
🌸কিন্তু এ সব জানতে চেয়ে একবার চিঠি দিয়েও কোনও উত্তর মেলেনি খাদ্য দফতরের থেকে। তাই আবার চিঠি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন। 𓆏এখনও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়, হবে ভারী বৃষ্টি, কলকাতায় পারদ চড়বে কবে থেকে?