ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি এবং শহরের রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। তারওপর আগামী বছরের মধ্যে প্রচুর বেসরকারি বাসের মেয়াদ শেষ হতে চলেছে। সমস্যার সমাধানে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক বাস রাস্তায় নামতে চাইছে রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্য সরকার ইলেকট্রিক বাস তৈরির কারখা🤪না কথা আগেই ঘোষণা করেছিল। সেইমতো রাজ্যের জমি দেখতে শুরু করেছে ♏একটি বেসরকারি সংস্থা।
সূত্রের খবর, বুধবার মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প উন্নয়নের জমি পরিদর্শন করেছেন ওই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত ওই সংস্থা নদী বা সমুদ্র বন্দরের কাছে কোনও জমি চায়ছে। তাই ওই সংস্থাকে আরও বেশ কয়েক কিছু জমি দেখানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংস্থার পরিকল্প❀না রয়েছে, ৫০ একর জমিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ই-বাস কারখানা গড়ার। পেরু, ইজরাইল সহ বিভিন্ন দেশে ইলেকট্রি🐼ক বাস সরবরাহকারী এই সংস্থা আগামী বিশ্ববঙ্গ রাজ্য সম্মেলনে রাজ্য সরকারে সঙ্গে মউচুক্তি স্বাক্ষরিত🐼 করবে।