বাংলায় হাতির হানায় মৃত্যুর ঘটনা আগের থেকে কমেছে। বিধানসভায় এমনটাই দাবি করলেন রাজ্যের বনমন্ত্রী বী🐼রবাহা হাঁসদা। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যে হাতির বর্তমান সংখ্যা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যে গত এক বছরে বাংলায় হাতির সংখ্যা ১৫০টি বেড়েছে। তবে হাতির হানায় মৃত্যু কমেছে। আর বন কর্মীদের লাগাতার নজরদারির ফলেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি মন্ত্রীর। এছাড়াও গণ্ডারের সংখ্যাও বে🏅ড়েছে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: ছুটিতে 🅰বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হাতির হানা, বাগডোগরায় মৃত্যু হল সেনা জওয়ানের
এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বীরবাহা হাঁসদা জানান, বর্তমানে রাজ্যে ৮০০টি হাতি রয়েছে। পরে বিধানসভার বাইরে তিনি জানান, রাজ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত হাতির সংখ্যা ছিল ২৫০ থেকে ২৮০টি। গত বছরে হাতি বেড়ে হয়েছিল ৬৫০ টি। আর এবার সেই সংখ্যা আরও বেড়ে ৮০০টি হয়েছে। বাংলায় হাতির হানায় মৃত্যু প্রসঙ্গে বনমন্ত্রী দাবি করেছেন, গত বছরে হাতির হানায় রাজ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছিল। তবে সেই জায়গায় চলতি বছরের নভেম্বর মাস পর্🌠যন্ত মাত্র ৫৩ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রীর বক্তব্য, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট রাজ্যে হাতির সংখ্যা বাড়লেও হামলায় মৃত্যুর ঘটনা কমেছে।
বনমন্ত্রী জানিয়েছেন, হাতির গতিবিধির ওপর বনকর্মীরা অনবরত নজরদারি চালিয়ে যাচ্ছেন। কার্যত ছুটি নেই বললেই চলে। এর পাশাপাশি লোকালয়ে হাতি ঢুকে পড়লেই এলাকাবাসীদের দ্রুত বনবিভাগকে খবর দিতে বলা হচ্ছে। বন কর্মীরা যাওয়ার আগে পর্যন্ত যাতে কোনওভাবেই হাতিকে উত্ত্যক্ত না করা হয় সে বিষয়ে প্রচার চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। উল্লেখ্য, লোকালয়ে হাতির হানা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকে হাতির গতি𝕴বিধি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, রাতের বেলাতেও যাতে হাতির গতিবিধি বোঝা যায় তার জন্য তিনি নাইট-ভিশন ক্যামেরা লাগানো ড্রোন ব্যবহার করার নির্দেশ নির্দেশ দিয়েছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এবার হাতির হানায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারে। সেখানে এবছর এখনও পর্য💫ন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর মৃত্যু হয়েছিল ২৪ জনের। এদিকে, গ♐তবার জলপাইগুড়িতে হাতির হানায় সবথেকে বেশি মানুষ মারা মারা গিয়েছিলেন। সেই সংখ্যাটা ছিল ২৮ জন। এবার তা কমে হয়েছে। ১৩ জন। এদিকে, হাতির পাশাপাশি গণ্ডারের সংখ্যাও বেড়েছে বলে জানান মন্ত্রী।